শিখনের MCQ ও SAQ প্রশ্ন

 


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নমান – ১)
১) ক্ষমতার দলগত উপাদান তত্বের প্রবক্তা কে ?
২) শিখন কি ধরনের প্রক্রিয়া ?
৩) প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি ?
৪) শিখন কি ?
৫) পুনরুদ্রেক কথাটির অর্থ কি ?
৬) দ্বি-উপাদান তত্বের প্রবক্তা কে ?
৭) শিখনের প্রথম স্তরের নাম কি ?
৮) শিখন, স্মৃতি, প্রত্যক্ষণ এগুলি আসলে কি ?
৯) ম্যাগডুগালের মতে আগ্রহ কি ?
১০) সংরক্ষণ বলতে কি বোঝ ?

এককথায় উত্তর দাও (প্রশ্নমান – ২)
১) বুদ্ধি বলতে কি বোঝ ?
২) শিখন প্রক্রিয়ার পর্যায় গুলি কি কি ?
৩) পরিনমন কি ?
৪) মনে করা ও চেনার মধ্যে কি পার্থক্য আছে ?
৫) শিখন ও পরিনমনের মধ্যে দুটি পার্থক্য লেখ ?
৬) গ্যাগনির মতে সব থেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি ?
৭) সাধারন মানসিক ক্ষমতা বলতে কি বোঝ ?
৮) শিখনের দুটি বৈশিষ্ট্য লেখ ?
৯) মনযোগের দুটি অভ্যন্তরীন উদ্দীপকের নাম লেখ ?
১০) শিখন ও পরিনমনের মধ্যে বৈসাদৃশ্য লেখ ?

রচনাধর্মী প্রশ্নোত্তর(প্রশ্নমান – ৮)
১) প্রেষণা কি ? প্রেষণা চক্র বর্ণনা কর ?
২) শিখনের তিনটি স্তর উল্লেখ কর ? স্তর গুলির পরিচয় দাও ?
৩) শিক্ষাক্ষেত্রে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্বের গুরুত্ব দাও ?
৪) শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা কর ?
৫) মনযোগ বলতে কি বোঝ ? শিক্ষাক্ষেত্রে মনযোগের ভূমিকা আলোচনা কর ?
৬) পরিনমন কি ? শিক্ষাক্ষেত্রে পরিনমনের ভূমিকা আলোচনা কর ?

 

 

 

 


Post a Comment

0 Comments