শব্দদ্বৈত কাকে বলে? শব্দদ্বৈত কয় প্রকার ও কী কী?



■ শব্দদ্বৈত : ভাবের বা অর্থের বৈচিত্র্য আনতে একই শব্দ বা সমার্থক শব্দ বা প্রায় দুটি সমার্থক শব্দ কিংবা বিপরীতার্থক দুটি শব্দের পর পর দু’বার ব্যবহারকে শব্দদ্বৈত বলে। 
● যেমন : ঝুড়ি ঝুড়ি আম পচে নষ্ট হল। 

◆ শব্দদ্বৈত তিন প্রকার। যথা : 
(ক) দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত, 
(খ) যুগ্ম শব্দের শব্দদ্বৈত, 
(গ) অর্থসম্পর্কহীন যুগ্ম শব্দের শব্দদ্বৈত।
 
(ক) দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত : পথে পথে সে ঘুরে বেড়ায়। 
 (খ) যুগ্ম শব্দের শব্দদ্বৈত : আশা-ভরসা, রাজা বাদশা ইত্যাদি। 
(গ) অর্থসম্পর্কহীন যুগ্ম শব্দের শব্দদ্বৈত : কাগজপত্র, বেশভূষা ইত্যাদি।
Write Your HideComments
Cancel

Please Do Not Enter Any Span Link in The Comment Box