প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে ?
উঃ কোনাে বিস্তৃত আলােক উৎসের সামনে কোনাে অস্বচ্ছ বস্তু রাখলে যে ছায়ার সৃষ্টি হয় তার মাঝখানে গাঢ় অন্ধকারাচ্ছন্ন অংশকে প্রচ্ছায়া বলে। প্রচ্ছায়া অঞ্চল থেকে আলােক উৎসকে দেখা যায় না। প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারযুক্ত অঞ্চলকে উপচ্ছায়া বলে। উপচ্ছায়া অঞ্চল থেকে আলােক উৎসের কিছু অংশ দেখা যায়।
Post a Comment
Please Do Not Enter Any Span Link in The Comment Box