কৃত্রিম পরিবেশ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর : আপন সুখস্বাচ্ছন্দ্য ও সুবিধার জন্য মানুষ বিজ্ঞান প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে যে পরিবেশ গঠন করে, তাকে কৃত্রিম পরিবেশ বলে। 
উদাহরণ: শহরের পরিবেশ, উদ্যানের পরিবেশ ইত্যাদি হল কৃত্রিম পরিবেশ।
Write Your HideComments
Cancel

Please Do Not Enter Any Span Link in The Comment Box