“আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- বক্তার আসল নাম কী ? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। ১+৪ [মাধ্যমিক ২০২০]
উত্তরঃ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধের রচনাকার শ্রীপান্থ একথা বলেছেন। তাঁর আসল নাম নিখিল সরকার। আলোচ্য প্রবন্ধে শ্রীপান্থ তাঁর প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পরের ঘটনা। লেখক কলেজ স্ট্রিটের একটা নামী দোকানে গিয়েছিলেন একটা ফাউন্টেন পেন কেনার জন্য। কিন্তু দোকানকার যখন লেখকের কাছে কলমের নাম জানতে চায়, তখন তিনি রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান। দোকানদার নিজে থেকেই তখন ‘পার্কার’, ‘শেফার্ড’, ‘ওয়াটারম্যান’, ‘সোয়ান’ ইত্যাদি কলমের নাম এবং দাম মুখস্ত বলে যায়। কিন্তু লেখকের পকেটের অবস্থা আন্দাজ করে দোকানদার লেখককে ‘শস্তার একটা পাইলট’ পেন কেনার পরামর্শ দেয়। এরপর দোকানদার, সার্কাসে খেলা দেখানোর ভঙ্গিতে, কলমের খাপটা সরিয়ে ধাঁ করে ছুড়ে দেন কাঠবোর্ডের উপর এবং লেখককে অবাক করিয়ে সে দেখায় যে কলমটি সম্পূর্ণ অক্ষত ছিল। লেখক সেদিন খুশিমনে সেই জাপানি পাইলট নিয়ে বাড়ি ফেরেন এবং বহুদিন পর্যন্ত তিনি সেটিকে সযত্নে রক্ষা করেছিলেন।