উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনগুলির দুটি মূল লক্ষ্য লেখো ।
উত্তরঃ উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনের দুটি মূল লক্ষ্য হল—
সামাজিক বৈষম্য হ্রাস: উনিশ শতকে ব্রাত্মসমাজ, আর্যসমাজ ও প্রার্থনাসমাজের নেতৃত্বে একাধিক সমষ্টিগত প্রচেষ্টায় সংস্কার আন্দোলনগুলি সামাজিক বৈষম্য মোচনে সচেষ্ট হয়। জাতিভেদ, বর্ণভেদ প্রথার অবসান ঘটিয়ে সামাজিক সাম্য প্রতিষ্ঠাই ছিল এইসব সংস্কার আন্দোলনের উদ্দেশ্য।
সামাজিক অনাচার ও কুসংস্কার দূরীকরণ: দীর্ঘদিন ধরেই অনাচারে পূর্ণ এবং কুসংস্কারে জর্জরিত হিন্দুসমাজকে মুক্ত করার লক্ষ্যে সচেষ্ট ছিল সংস্কার আন্দোলনগুলি। সার্বিকভাবে শিক্ষার প্রসার ঘটিয়ে যুক্তিবাদের প্রতিষ্ঠা এবং কুসংস্কার দূরীকরণের প্রচেষ্টাই ছিল এই আন্দোলনগুলির প্রধান লক্ষ্য।