পণ্ডিতা রমাবাঈ কেন স্মরণীয় হয়ে আছেন ?
উত্তরঃ উনিশ শতকে নারী শিক্ষাপ্রসারে বেশকিছু নারী উদ্যোগী হন, পশ্চিম ভারতে এরকমই একজন ছিলেন পণ্ডিতা রমাবাঈ।
পরিচয়: পণ্ডিতা রমাবাঈ ছিলেন এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে। কিন্তু তিনি এক শূদ্রকে বিয়ে করেছিলেন, এজন্য তাঁকে সামাজিক বাধা পেতে হয়েছিল। কৃতিত্ব: পণ্ডিতা রমাবাঈ ছিলেন কঠিন মনের মহিলা। বিধবা অবস্থায় তিনি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ইংল্যান্ড থেকে ডাক্তারি পাস করেন। দেশে ফিরে এসে তিনি বিধবাদের জন্য এক আশ্রম তৈরি করেন। তার উদ্যোগে পশ্চিম ভারতে বিধবা মহিলাদের সপক্ষে আন্দোলন গড়ে ওঠে।