শ্রীশ্রীরামকৃষ্ণদেবের “যত মত তত পথ” বাণীটি বিশ্লেষণ করো।
উত্তরঃ “যত মত তত পথ”—এই ধর্মীয় মতবাদের প্রবক্তা ছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।
সরলার্থ: বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মমত বা ধর্মীয় পথ ধরে ঈশ্বরের অনুসন্ধান করলেও প্রত্যেকের লক্ষ্য কিন্তু এক, তা হল—ঈশ্বরের সান্নিধ্য লাভ করা।
তাৎপর্য: শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ধর্মের মধ্যেকার মূল বক্তব্যটি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তিনি বলেছেন যে, সমস্ত ধর্মই সত্য, অর্থাৎ ঈশ্বর এক, কেবল নামে আলাদা। কেউ তাঁকে বলে খ্রিস্ট, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে আল্লা। ঠিক যেমন—জল এক, কিন্তু কেউ তাকে বলে ওয়াটার, কেউ বলে জল, আবার কেউ বলে পানি।
Post a Comment
Please Do Not Enter Any Span Link in The Comment Box