অন্তর্ভুক্ত অঞ্চল: বোম্বাই প্রেসিডেন্সি প্রথমদিকে পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল। পরে পাকিস্তানের সিন্ধু প্রদেশও এই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয়। বর্তমান ভারতের গুজরাট, মহারাষ্ট্রের পশ্চিম অঞ্চলের ২/৩ অংশ, কর্ণাটকের উত্তর-পশ্চিম অঞ্চল এই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল।
বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত অঞ্চলগুলি কী কী ?
উত্তরঃ আঠারো শতকে ঔপনিবেশিক ভারতে বোম্বাই, মাদ্রাজ ও বাংলায় প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে ওঠে।
About the Author
This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.