■ উদ্দেশ্য : ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক, কর্মচারী ও কর্মকর্তাদের ওপর ব্রটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার লক্ষ্যে ১৭৭৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয়। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সির কার্যকলাপের ওপর সরাসরি নিয়ন্ত্রণ কায়েম করে ব্রিটিশ পার্লামেন্ট। গভর্নর-জেনারেল নামে নতুন এক পদ তৈরি করা হয়। ঠিক করা হয়, বাংলার গভর্নরই হবেন গভর্নর-জেনারেল, যাঁর মেয়াদ হবে পাঁচ বছর। চারজন সদস্য নিয়ে গভর্নর-জেনারেলের একটি কাউন্সিল গঠিত হয়। এই আইনের ফলে কলকাতা ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়।
রেগুলেটিং অ্যাক্ট কোন্ উদ্দেশ্যে প্রবর্তিত হয় এবং তার ফলাফল কী ছিল ?
উত্তরঃ ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়।
About the Author
This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.