শিক্ষাক্ষেত্রে ম্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের গুরুত্ব লেখাে।

যে কোনাে বৌদ্ধিক কাজে দুটি উপাদান কার্যকরী হয় সাধারণ উপাদান (G) এবং বিশেষ উপাদান (S)। সব ধরনের কাজে সাধারণ উপাদানটি কম বেশি প্রয়ােজন। অন্যদিকে, বিশে
উত্তর: যে কোনাে বৌদ্ধিক কাজে দুটি উপাদান কার্যকরী হয় সাধারণ উপাদান (G) এবং বিশেষ উপাদান (S)। সব ধরনের কাজে সাধারণ উপাদানটি কম বেশি প্রয়ােজন। অন্যদিকে, বিশেষ ধরনের কাজে বা কোনাে নির্দিষ্ট কাজে বিশেষ উপাদানটির প্রয়ােজনীয়তা রয়েছে। এটিই স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব। নিম্নে এই তত্ত্বের গুরুত্ব বর্ণনা করা হলাে।

শিক্ষাক্ষেত্রে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকারা এই তত্ত্বের সাহায্য নেন। ছাত্র-ছাত্রীদের বিষয় নির্বাচনের ক্ষেত্রেও এই তত্ত্বটি বিশেষ সহায়ক হয়। কোনাে বিষয়ে সাফল্য লাভের ক্ষেত্রে সেই বিষয়ে বিশেষ জ্ঞান বা দক্ষতা প্রয়ােজন। ছাত্র-ছাত্রীদের ক্ষমতার বিষয়ে জানার পর শিক্ষক-শিক্ষিকারা বিষয় নির্বাচনের ক্ষেত্রে তাঁদের পরামর্শ দেন।
সহপাঠক্রমিক কার্যাবলি নির্বাচনের ক্ষেত্রেও দ্বি-উপাদান তত্ত্ব সহায়ক হয়। ছাত্র-ছাত্রীদের বিশেষ ক্ষমতার সঙ্গে সংগতি না রেখে পাঠক্রম নির্ধারিত হয়। তাই এক্ষেত্রেও দ্বি-উপাদান তত্ত্বটির গুরুত্ব ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের কাছে যথেষ্টই রয়েছে।
Write Your HideComments
Cancel

Please Do Not Enter Any Span Link in The Comment Box