শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলােচনা করাে।
উত্তর : ব্যক্তির আচরণ পরিবর্তনের প্রক্রিয়া হলাে শিখন। তাই শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রেষণা। শিখনে প্রেষণার এই ভূমিকা আলােচিত হলাে ----
1) উদ্যম সৃষ্টি : কোনাে ব্যক্তির কর্মসম্পাদনের জন্য সবার আগে দরকার উদ্যম প্রেষণা ব্যক্তির মধ্যে সেই উদ্যম সৃষ্টি করে ব্যক্তিকে কর্মে ঝাপিয়ে পড়ার শক্তি জোগায়।
2) আচরণের প্রবণতা নির্ধারণ : শিক্ষার্থীর আচরণের প্রবণতা নির্ণয়ে প্রেষণার বড়াে ভূমিকা রয়েছে। একজন শিক্ষার্থীর আচরণ কতটা উদ্দেশ্যমুখী হবে, কোন বিষয়ে কীভাবে সাড়া দেওয়া উচিত বা সাড়া না দেওয়া উচিত ইত্যাদি স্থির করে প্রেষণা।
3) যথাযথ কর্মসম্পাদন : প্রেষণার তাড়নায় কোনাে কাজ যথাযথ উপায়ে সম্পাদিত হয়, শিক্ষার্থী নিজের চেষ্টাতেই অনেক কিছু শিখে ফেলে ও জটিল বিষয়কেও আয়ত্ত করে।
4) মনােযােগ বৃদ্ধি ও শিখন কৌশলে প্রভাব : প্রেষণার দ্বারা শিক্ষার্থী কোনাে একটি বিষয়ে অধিক মনােযােগী হয়। এতে শিখন প্রক্রিয়া সহজ হয়। শিক্ষার্থী যে কোনাে পাঠ অর্থপূর্ণভাবে শিখতে পারে। এভাবে প্রেষণার তাড়নায় শিখন কৌশলও প্রভাবিত হয়।
5) আচরণের গতিপথ নির্ণয় : শিক্ষার্থীর আচরণের গতিপথ নির্ণয় করাও প্রেষণার কাজের অন্তর্ভুক্ত। আচরণ সম্পাদনই শিক্ষার লক্ষ্য নয়, সেই আচরণকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে হবে। শিক্ষার্থীর আচরণের সঠিক গতিপথ নির্ণয় করার পরই প্রেষণার পরিতৃপ্তি সম্ভব হয়।
Post a Comment
Please Do Not Enter Any Span Link in The Comment Box