প্যাভলভের অনুসৃত পরীক্ষাটি কী? সেটি বর্ণনা করাে।

উঃ প্যাভলভের অনুসৃত পরীক্ষাটি প্রাচীন অনুবর্তন নামে পরিচিত। 1904 সালে সর্বপ্রথম তিনি প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি উল্লেখ করেন। অনুবর্তন সংক্রান্ত নানা পরীক্ষার মধ্যে প্যাভলভ কুকুরের লালাক্ষরণের যে পরীক্ষাটি করেন তা উল্লেখযােগ্য। ক্ষুধার্ত কোনাে কুকুরের সামনে কিছু খাবার দেওয়া হলে দেখা যায় ঐ কুকুরের মুখ থেকে লালাক্ষরণ হচ্ছে। লালাক্ষরণ উদ্দীপক খাদ্যবস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়া। তিনি লালাক্ষরণ পরিমাপের ব্যবস্থাও করেছিলেন।
পরীক্ষামূলকভাবে প্যাভলভ কুকুরকে খাওয়ার দেওয়ার আগে প্রতিদিন ঘণ্টা বাজানোের ব্যবস্থা করেন। ঘণ্টাধ্বনি শেষ হওয়ার আগেই কুকুরকে খাবার দেওয়া হতাে। এভাবে কিছুদিন চলার পর প্যাভলভ লক্ষ করেন ঘণ্টাধ্বনি শােনামাত্রই কুকুরের লালাক্ষরণ হচ্ছে। প্রসঙ্গত, ঘণ্টাধ্বনির সঙ্গে লালাক্ষরণের স্বাভাবিক কোনাে সম্পর্ক নেই। ঘন্টাধ্বনির স্বাভাবিক প্রতিক্রিয়ায় জাগে সজাগভাব। আর ঘণ্টাধ্বনির সাথে সাথে কুকুরের মধ্যে সজাগভাব জাগত। এই পরীক্ষাটি বারবার করার ফলে ঘণ্টাধ্বনি স্বাভাবিক উদ্দীপক খাদ্যবস্তুর স্বাভাবিক প্রতিক্রিয়ায় লালাক্ষরণ ঘটায়।

Post a Comment

0 Comments