Madhyamik Geography Suggestion 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪

মাধ্যমিক – ২০১৮

বিভাগ — ক

১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :     ১x১৪ = ১৪

১.১  শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়— (ক) ক্যানিয়ন     

১.২  পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে— (ঘ) মিসিসিপি-মিসৌরির মোহানায়

১.৩  উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে— (গ) মেসোস্ফিয়ার    

১.৪  মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়— (খ)

 ১.৫  শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল— (ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল    

 ১.৬  মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে— (গ) ৯০°    

 ১.৭  নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য — (ঘ) সবকটিই প্রযোজ্য

 ১.৮  নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়— (খ) অন্ধ্রপ্রদেশ  

 ১.৯  শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে— (গ) ভাবর    

 ১.১০  ভারতে একটি লবণাক্ত হ্রদর উদাহরণ হল— (ক) প্যাংগং হ্রদ     

 ১.১১  ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে— (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে

 ১.১২  গম হল একটি— (ক) রবি শস্য    

 ১.১৩  উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে— (গ) উত্তর-দক্ষিণ করিডোর     

 ১.১৪  ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল — (ক) IRS     

বিভাগ — খ

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো ( যেকোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬=৬

 ২.১.১  জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় ।     উঃ— 'অ'

 ২.১.২  বায়ুর চাপ ফটিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় ।     উঃ— 'শু'       

 ২.১.৩  নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় ।          উঃ— 'অ'

 ২.১.৪  প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় ।     উঃ— 'অ'

 ২.১.৫  বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়      উঃ— 'অ'     

 ২.১.৬  পেট্রোরসায়ন শিল্পকে 'আধুনিক শিল্পদানব' আখ্যা দেয়া হয় ।        উঃ— 'শু'

 ২.১.৭  মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল 'প্লাটফর্ম' ।    

২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে-কোনো ছ-টির উত্তর দাও):  ১x৬=৬

  ২.২.১  —— নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক 'মিয়েন্ডর' নামে পরিচিত ।     উঃ— 'মিয়েন্ড্রেস'

  ২.২.২  হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমন্তরাল ফাটলগুলিকে —— বলে ।          উঃ— 'ক্রেভাস'

  ২.২.৩  বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে —— বলে ।      উঃ— 'বৈপরীত্য উষ্ণতা'

  ২.২.৪  ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহানা দিয়ে নদীতে প্রবেশ করে, একে —— বলা হয় ।   উঃ— 'বানডাকা বা জোয়ারি বান'

  ২.২.৫  যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে —— বলে ।  উঃ— 'জৈব-ভঙ্গুর বর্জ্য বা পচনশীল বর্জ্য'

  ২.২.৬  —— মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ ।      উঃ— ' শিলং '

   ২.২.৭  ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার —— শতাংশ ।     উঃ— '৭৪.০৪'

 

২.৩  একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছ-টি) :     ১x৬=৬

  ২.৩.১  সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত ?     উঃ —আর্গ

  ২.৩.২  বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে ?   উঃ — স্ট্র্যাটোস্ফিয়ার

  ২.৩.৩  সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি ?      - প্ল্যাঙ্কটন

  ২.৩.৪  একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো ।     উঃ — ইউরেনিয়াম

  ২.৩.৫  দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি  ?     উঃ — গোদাবরী

  ২.৩.৬  ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় ?      উঃ — গির

  ২.৩.৭  ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো ।     উঃ — দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC

  ২.৩.৮  কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় ।    উঃ — ভূ-বৈচিত্র্যসূচক 

মাধ্যমিক – ২০১৯

বিভাগ-ক

১. বহুবিকল্প প্রশ্নের উত্তর

১.১. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে- আরোহণ প্রক্রিয়া

১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে- ক্রেভাস

১.৩ বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে- নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

১.৪ ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে- মিস্ট্রাল

১.৫ উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে- হিমপ্রাচীর

১.৬ পৃথিবী ও চাঁদের মধ্যে দুরত্ব সর্বাধিক হলে তাকে বলে- অ্যাপোজি

১.৭ মানব শরিরে দূষিত জল থেকে সৃষ্টি হয়- আমাশয়  

১.৮ ভারতের রাজ্য পুনঃগঠনের মূলভিত্তি ছিল – ভাষা    

১.৯ গঙ্গা নদির উৎস হল- গঙ্গোত্রী হিমবাহ

১.১০ ভারতের বৃহত্তম বহুমূখী নদী পরিকল্পনা হল- ভাকরা-নাঙ্গাল

১.১১ ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হল- পাঞ্জাব

১.১২ লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল- সবগুলি (লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানীজ)

১.১৩ ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি- ৫৩ টি

১.১৪ মিলিয়ন শীট ভূবৈচিত্রসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল- ৪ ডিগ্রি X ৪ ডিগ্রি

বিভাগ-খ

২.১ শুদ্ধ ও অশুদ্ধ

২.১.১ অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবররন হয়ে থাকে- শুদ্ধ

২.১.২ অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়- শুদ্ধ

২.১.৩ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলেরলবনতা সর্বাধিক থাকে- অশুদ্ধ

২.১.৪ ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ- অশুদ্ধ

২.১.৫ গঙ্গা সমভূমির প্রাচীন পলি গঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে- শুদ্ধ

২.১.৬ বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর-অশুদ্ধ

২.১.৭ উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো হয়- অশুদ্ধ

২.২ শূন্যশান পুরণ করো

২.২.১. নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত গুলিকে “মন্থকুপ” বলে

২.২.২ শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘণীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় “ধোঁয়াশা

২.২.৩ “ল্যাব্রাডর” স্রোতের ফলে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়

২.২.৪ বর্জ্য কাগজ একটি “জৈব ভঙ্গুর” ধরণের বর্জ্য

২.২.৫ ক্রান্ত্রীয় পূবালী জেট বায়ু “মৌসুমি” বায়ুকে ভারতে আসতে বাধ্য করে।

২.২.৬ ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম অংশ “কন্যাকুমারিকা

২.২.৭ “মুম্বাই” হল ভারতের সর্বাধিক জনবহুল শহর

মাধ্যমিক – ২০২০

বিভাগ — 'ক'

১।  বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :         ১x১৪=১৪

১.১  যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে — (ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া

১.২  মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় — (ঘ) ইনসেলবার্জ

১.৩  অশ্ব অক্ষাংশ অবস্থিত — (খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়

১.৪  দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় — (খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে

১.৫  সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে —(ক) বায়ুপ্রবাহ        

১.৬  কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় — (খ) ছয় ঘণ্টার বেশি       

১.৭  যানবাহনের কার্বনকনা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়—

(ক) পরিস্রাবক ঘুর্ণয়ণ       

(খ) তাড়িতিক অধঃক্ষেপক       সবকটি ঠিক

(গ) স্ক্রাবার        

(ঘ) আস্তরণযুক্ত অ্যালুমিনা

১.৮  ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল —(ঘ) কর্কটক্রান্তি রেখা

১.৯  গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল —(ক) কোলেরু       

১.১০  ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল —(ক) কূপ ও নলকূপ       

১.১১  ভারতের পশ্চিমীঝঞ্জা দেখা যায় — (ঘ) শীতকালে

১.১২  সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় —(ক) ইক্ষু চাষে        

১.১৩  পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত — (ঘ) হলদিয়ায় 

১.১৪  ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হ'ল  —(ক) বাদামি        

বিভাগ — 'খ'

২।২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো ( যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬=৬

২.১.১  ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হ'ল দেবপ্রয়াগ । - ‘শুদ্ধ

২.১.২  মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয় । - ‘অশুদ্ধ’

২.১.৩ এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় । - ‘অশুদ্ধ’

২.১.৪  সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে । - ‘শুদ্ধ’

২.১.৫  পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় ।- ‘শুদ্ধ’

২.১.৬  শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে । - ‘অশুদ্ধ’

২.১.৭  উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক । - ‘শুদ্ধ’

২.২  উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ) :   ১ x ৬ = ৬

২.২.১  আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে _______ বলা হয় । - নগ্নীভবন 

২.২.২  মরুঅঞ্চলে বায়ুর _______ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় । - অপসারণ

২.২.৩  বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে, বায়ুর গতিবেগ _______ পায় । - বৃদ্ধি

২.২.৪  সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে _______ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় । - অন্তঃস্রোত

২.২.৫  ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH _______ । - 44/NH7

২.২.৬  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা _______ এ অবস্থিত । - বেঙ্গালুরু

২.২.৭  বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় _______ বর্জ্য । - E.Waste

মাধ্যমিক – ২০২২

বিভাগ- ‘ক’ 

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে – (খ )আরোহণ

১.২ দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে –(ক) জলবিভাজিকা

১.৩ হিমবাহ সৃষ্ট হ্রদ হ’ল –(ক ) করি হ্রদ

১.৪ বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে – (ঘ ) লোয়েস

১.৫ সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে –(ক) শট্ স

১.৬ কেন্দ্রশাসিত অঞ্চল লাডাককে পৃথক করা হয়েছে – (খ ) জম্মু ও কাশ্মীর

১.৭ শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে () দুন

১.৮ ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হ’ল। (ঘ) ভাকরা-নাঙ্গাল

১.৯ মৌসুমি বিস্ফোরণ’ প্রথমে দেখা যায় –ক) কেরলে

১.১০ যে অঞ্চলে ‘চন্দন’ গাছ জন্মায় তা হল –(ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ

১.১১ ভারতের কেন্দ্রীয় কবি গবেষণাগার অবস্থিত –(ক) জোড়হাটে

১.১২ পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হল-  (গ) সেক্টর ৫. সল্টলেকে

১.১৩ ভারতের আদমসুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল –খ) ৫০০০

১.১৪ ভারতের বৃহত্তম বন্দর শহর হল – (ঘ ) মুম্বই

বিভাগ ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

  • ২.১.১ নদীর গতিবেগ পরিমাপের একক হল কিউসেক। – শু
  • ২.১.২ সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। – শু
  • ২.১.৩ শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র।- 
  • ২.১.৪ ভারতের আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। – 
  • ২.১.৫ লোকটাক্ ভারতের বৃহত্তম উপহ্রদ 
  • ২.১.৬ দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। –শু
  • ২.১.৭ ভারতের একটি বনজভিত্তিক শিল্প হ’ল কাগজ শিল্প – – শু

২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬-৬

  • ২.২.১ নীল নদের বদ্বীপ ধনুকাকৃতি আকৃতির।
  • ২.২.২ দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি বলে।
  • ২.২.৩ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হ’ল আনামালাই 
  • ২.২.৪ অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র সিয়ং নামে পরিচিত।
  • ২.২.৫ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে আঁধি বলে
  • ২.২.৬ লবন মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ।
  • ২.২.৭ জামনগর পেট্রো-রাসায়নিক শিল্পের জন্য বিখ্যাত।

                    মাধ্যমিক – ২০২৩ 

বিভাগ- ‘ক’ 

১। বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ:                                                                 ১×১৪=১৪ 

১.১ যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে— পর্যায়ন 

১.২ মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উপস্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল— অপসারণ 

১.৩ সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল—১০১৩.২ মিলিবার 

১.৪ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে—সারা বছরব্যাপী

১.৫ এল নিনোর প্রভাব দেখা যায়—আটলান্টিক মহাসাগর 

১.৬ কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল—১২ ঘন্টা ২৬ মিনিট 

১.৭ নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো—পারদ 

১.৮ বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল—২৮ টি 

১.৯ ভারতের সর্বোচ্চ মালভূমি হল—লাদাখ মালভূমি

১.১০ গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত—এলাহাবাদ 

১.১১ পশ্চিমী ঝঞ্জার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো—জম্মু ও কাশ্মীর 

১.১২ ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানঅধিকারী রাজ্যটি হল—কর্ণাটক 

১.১৩ ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো—টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট

১.১৪ 74 M/7 মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল— 1:50, 000

বিভাগ: ‘খ’ 

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘সু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখ যেকোনো (ছয়টি প্রশ্নের উত্তর দাও):          ১×৬=৬ 

২.১.১ মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার।  - ‘শুদ্ধ’

২.১.২ আন্টার্টিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়। - ‘শুদ্ধ’

২.১.৩ ঝিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। - ‘শুদ্ধ’

২.১.৪ সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে তখন তাকে সিজিগি বলে। - ‘অশুদ্ধ’

২.১.৫ দূষিত বাতাসকে স্ক্রাবারে সাহায্যে পরিশ্রুত করা হয়। - ‘শুদ্ধ’

২.১.৬ ভারতের বৃষ্টির জল সংরক্ষণ এর অগ্রণী রাজ্য হল কেরল। - ‘অশুদ্ধ’

২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যক। - ‘শুদ্ধ’

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও):                                    ১×৬=৬ 

২.২.১ ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে_______ বলে।  - খাড়ি

২.২.২ বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায়________ নামে পরিচিত। -আর্গ

২.২.৩ বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয়________ যন্ত্রের সাহায্যে। - অ্যানিমোমিটার

২.২.৪ _______ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। - বহিঃ স্রোত

২.২.৫ মালাবার উপকূলের উপর হাত গুলিকে স্থানীয় ভাষায়_______ বলে। - কয়াল

২.২.৬ জোয়ার বাজিরা রাগী প্রভৃতি ফসলকে একসাথে_______ বলে। - মিলেট

২.২.৭ ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি________ স্থানে অবস্থিত। - বেঙ্গালুরু

 

 More Tag: 

Post a Comment

0 Comments