HS History Question : অতীত স্মরণ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর

 

১. ইতিহাস হল অতীত –

উত্তর – (ক) কাহিনী

২. মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল –

উত্তর – (খ) জনশ্রুতি

৩. অতিকথা বলতে বোঝায় –

উত্তর – (গ) অবাস্তব কাহিনী

৪. জনশ্রুতি ও লোককথার বিভিন্ন কাহিনি সংগ্রহ করে ‘Kinder-und Hausmärchen’ নামে সংকলন প্রকাশ করেন–

উত্তর – (ক) গ্ৰিম ভ্রাতৃদ্বয়

৫. জনশ্রুতিকে কয়ভাগে ভাগ করা হয়?

উত্তর – (ঘ) ৫

৬. পৌরাণিক কাহিনি বা মিথ (Myth)-এর উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হল –

উত্তর – (ঘ) এগুলি ধর্মকাহিনিভিত্তিক

৭. ‘Parallel Myths’ গ্রন্থের রচয়িতা হলেন –

উত্তর – (ক) জে. এফ. বিয়ারলেইন

৮. মহাকবি কালিদাসের কাহিনি আছে –

উত্তর – (গ) হিন্দু পুরাণে

৯. প্রাচীন ভারতের অন্যতম এক কিংবদন্তি চরিত্র হল –  উত্তর – (গ) রামচন্দ্র

১০. ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন – উত্তর – (ঘ) কিংবদন্তির নায়ক

১১. হিন্দুধর্মে দেবী দুর্গা হলেন একজন –

উত্তর – (গ) পৌরাণিক চরিত্র

১২. পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় –

উত্তর – (গ) মিথোলজি

১৩. পুরাকাহিনির পরবর্তীকালে সাধারণত –

উত্তর – (গ) কিংবদন্তির জন্ম

১৪. “পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য”-উক্তিটি কার?

উত্তর – (ক) দিব্যজ্যোতি মজুমদার

১৫. ‘অহল্যার কাহিনী’ হল একটি –

উত্তর – (খ) পৌরাণিক কাহিনি

১৬. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের রচয়িতা হলেন –

উত্তর – (ঘ) বিষ্ণুশর্মা

১৭. আতুম (Atum) ছিলেন –

উত্তর – (খ) মিশরের দেবতা

১৮. কোন লোককথার মূল চরিত্র মানুষ?

উত্তর – (গ) কিংবদন্তির

১৯. কোন্ লোককথার মূল চরিত্র ঈশ্বর?

উত্তর – (ক) মিথ

২০. রূপকথার মধ্যে দিয়ে লোকসাহিত্যের লিখিত রূপের আত্মপ্রকাশ ঘটে –

উত্তর – (খ) উনিশ শতকে

২১. ইংরেজি ‘ফেয়ারি টেল’, জার্মান ‘ম্যশেন’, রুশীয় ‘স্কাজঈ’ এবং ফিনীয় ‘সাগেন’ হল –

উত্তর – (খ) রূপকথার সমার্থক

২২. পরিকথার কেন্দ্রীয় চরিত্র হল –

উত্তর – (ঘ) পরি

২৩. তাওবাদ-এর প্রচলন ছিল- উত্তর – (ক) চিনে

২৪. লোকগাথা প্রচারের মাধ্যম যেটি নয় –

উত্তর – (ঘ) যুদ্ধ

২৫. ইতিহাস ও লোককাহিনির বিষয়বস্তু হল –

উত্তর – (ক) মানুষ

২৬. যে লোককথার শেষে নীতি বা উপদেশ থাকে, তাকে বলে – উত্তর – (গ) নীতিকথা

২৭. ব্রতকথার চরিত্রগুলি মূলত –

উত্তর – (ঘ) দেবদেবীকেন্দ্রিক

২৮. পৌরাণিক কাহিনি বা মিথস-এর অন্যতম একটি বৈশিষ্ট্য হল –

উত্তর – (ক) প্রাগৈতিহাসিক বিবরণ

২৯. ভারতীয় পুরাণ সাহিত্যগুলিকে প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের মর্যাদা দেন  উত্তর – (ঘ) এফ. ই. পারজিটার

৩০. রূপকথার দেশ বলা হয় –উত্তর – (খ) চিনকে

৩১. লোককথার এক অন্যতম শাখা কিংবদন্তি হল আসলে – উত্তর – (ক) বীরগাথা

৩২. ইংরেজি ভাষায় ছাপা প্রথম লোককথার গল্পটি হল – উত্তর – (খ) টম থাম্ব ও দৈত্যের কাহিনি

৩৩. ‘Folktales’ কথাটির অর্থ হল –

উত্তর – (গ) লোকগাথা

৩৪. ‘ঠাকুমার ঝুলি’ উদাহরণ –

উত্তর – (খ) লোককথার

৩৫. ভারতের একটি জনপ্রিয় লোককাহিনি হল –

উত্তর – (ঘ) পঞ্চতন্ত্র

৩৬. ‘Folk Legend’ কথাটি ব্যবহার করেন –

উত্তর – (ক) জ্যাকব গ্রিম

৩৭. ‘Legend কথাটির অর্থ কী?

উত্তর – (ক) বীরগাথা

৩৮. Legend হল সমাজধর্মের অংশ’ উক্তিটির প্রবক্তা – উত্তর – (খ) জে. বি. টমসন

৩৯. কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হল –

উত্তর – (খ) অতিরঞ্জন

৪০. ‘ইতিহাসমালা’ রচনা করেন –

উত্তর – (খ) উইলিয়াম কেরি

৪১. কিংবদন্তির একটি গুরুত্ব হল –

উত্তর – (গ) ঐতিহাসিক ভিত্তি নির্মাণ

৪২. লেজেন্ড বা কিংবদন্তির উদ্দেশ্য হল –

উত্তর – (ঘ) আদি মানুষের জীবনলেখ্য

৪৩. প্রাচীন গ্রিসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র ছিল – উত্তর – (ঘ) হারকিউলিস

৪৪. আরব্য রজনী হল একটি –

উত্তর – (গ) লোককথা

৪৫. ‘আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনি’ কীসের উদাহরণ?  উত্তর – (ঘ) লোককথা

৪৬. দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ হল একটি – উত্তর – (গ) স্মৃতিকথা

৪৭. ‘জীবনের জলসাঘর’ কী ধরনের রচনা?

উত্তর – (গ) স্মৃতিকথামূলক

৪৮. ‘শৃঙ্খল ঝংকার’ নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা হলেন – উত্তর – (খ) বিপ্লবী বীণা দাস

৪৯. ‘একাত্তরের ডায়েরি’ নামক স্মৃতিকথার রচয়িতা –  উত্তর – (ক) সুফিয়া কামাল

৫০. ভ্লাদিমির জে. প্রপ-এর লেখা গ্রন্থটির নাম হল –  উত্তর – (ঘ) Morphology of Folktale

১) প্রাক ইতিহাস কথাটি প্রথম কে ব্যাবহার করেন?

উঃ প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন পল তুর্ণাল।

২) ইংরেজিতে ‘প্রাক ইতিহাস’ কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন?

উঃ ইংরেজিতে ‘প্রাক ইতিহাস’ কথাটি প্রথম ব্যাবহার করেছিলেন ড্যানিয়েল উইলসন।

৩) প্রাক ইতিহাসের সময়কাল কত?

উঃ প্রাক ইতিহাসের সময়কাল ২০০০০০০ থেকে ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত।

৪) প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন সময়কালকে বোজানো হয়ে থাকে?

উঃ প্রায় ঐতিহাসিক যুগ বলতে বোঝায় যখন মুদ্রার ব্যাবহার শুরু হয়েছে।

৫) প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন কোনটি?

হরপ্পা সভ্যতা হল প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন।

৬) ‘হিস্টোরিয়া’ কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

উঃ ‘হিস্টোরিয়া’ শব্দটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে।

৭) প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি কেমন ছিল?

উঃ প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলি ছিল ভোঁতা ও অমসৃণ।

৮) প্রাক ইতিহাস পর্বের কয়েকটি হাতিয়ার এর নাম লেখ?

উঃ প্রাক ইতিহাস পর্বের কয়েকটি হাতিয়ার হল পাথরের তৈরি ছুরি, কুঠার ও বর্শা।

৯) তাম্র প্রস্তর যুগের পরে যে যুগ আসে সেটির নাম লেখ।

উঃ তাম্র প্রস্তর যুগের পরে লৌহ যুগ এসেছিল।

১০) কুমোরের চাকা কোন যুগে আবিষ্কৃত হয়েছিল?

উঃ কুমোরের চাকা নব্য প্রস্তর যুগে আবিষ্কৃত হয়েছিল।

১১) মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়?

উঃ আমেরিকায় মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

১২) কোথায় সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে?

উঃ সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে।

১৩) অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন?

উঃ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন।

১৪) জিগুরাত মন্দির কোন দেশে ছিল?

উঃ জিগুরাত মন্দির সুমেরে ছিল।

১৫) এপিগ্রাফি কাকে বলে?

উঃ লিপির উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলে।

১৬) পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি?

উঃ মহাভারত হল পৃথিবীর বৃহত্তম মহাকাব্য।

১৭) ভারতীয় পুরানের সংখ্যা কত?

উঃ ভারতীয় পুরানের মোট সংখ্যা হল ১৮ টি।

১৮) কাকে ইতিহাসের জনক বলা হয়?

উঃ হেরোডোটাসকে ইতিহাসে জনক বলা হয়।

১৯) পাল রাজাদের মুদ্রার নাম কী?

উঃ পাল রাজাদের মুদ্রার নাম নারায়ণী।

২০) চোল রাজাদের মুদ্রার নাম নাম লেখ।

উঃ চোল রাজাদের মুদ্রার নাম ক্যাসু।

২১) ‘কল্পসুত্র’ কে রচনা করেন?

উঃ কল্পসুত্র রচনা করেন ভদ্রবাহু।

২২) ইরানে জরথুস্ট ধর্ম কে প্রবর্তন করেন?

উঃ মহাবীর ইরানে জরথুস্ট ধর্ম প্রবর্তন করেন।

২৩) ইলিয়াড ও অডিসি মহাকাব্য দুটি কার রচনা?

উঃ ইলিয়াড ও অডিসি মহাকাব্য দুটি অন্ধ কবি হোমারের রচনা।

২৪) হর্ষচরিত কার রচনা?

উঃ হর্ষচরিত বানভট্টের রচনা।

২৫) রামচরিত কার লেখা?     

উঃ রামচরিত  সন্ধাকর নন্দির লেখা।


Related Links

Post a Comment

0 Comments