Madhyamik History Suggestion 2024 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

Madhyamik History Suggestion 2024  মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

মাধ্যমিক ইতিহাস ২০১৯ প্রশ্নউত্তর (এককথায় উত্তর দাও)

১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন- চলচিত্রের সঙ্গে

১.৩ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হয়- কুষ্ঠিয়া থেকে

১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বি.এ পরীক্ষা অনুষ্ঠিত হয়- ১৮৫৮ সালে

১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন- ডঃ এম. যে. ব্রম্‌লি

১.৬ তিতুমিরের প্রকৃত নাম কী- মির নিসার আলি

১.৭ সন্নাসী ফকির বিদ্রহের অনুতম নেতা ছিলেন- দেবী চৌধুরানী

১.৮ “বন্দেমাতরম” সঙ্গীতটি রচিত হয় কবে- ১৮৭৫ সালে

১.৯ “বর্তমান ভারত” গ্রন্থটি রচনা করেন- স্বামী বিবেকানন্দ

১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন- ব্যঙ্গ চিত্রশিল্পী

১.১১ ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল- ১৮৫৫ সালে

১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় কবে- ১৯০৬ সালে

১.১৩ সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন কে- স্বামী সহজানন্দ

১.১৪ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়- বোম্বাইতে

১.১৫ ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস্‌ পার্টি’ যুক্ত ছিল- অসহোযোগ আন্দোলনে

১.১৬ বাংলার গভর্নর স্ট্যানলী জুয়াক্‌সনকে হত্যা করার চেষ্টা করেন কে- বীণা দাস

১.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন- শচীন্দ্র প্রসাদ বসু

১.১৮ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল- মালাবারে (কেরালা ১৯২৪)

১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তার নামকী- জুনাগড়

১.২০ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কবে- ১৯৬০ সালে (বোম্বাই থেকে আলাদা হয়)

২.১ একটি বাক্যে উত্তর দাও

২.১.১ ‘গোরা’ উপন্যাসটি কে রচনা করেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর

২.১.২ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি?

উঃ অন্নদামঙ্গল

২.১.৩ কোন্‌ বছর শ্রীরামপুরমিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮০০ সালে

২.১.৪ উষা মেহতা কোন্‌ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?

উঃ ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২

২.২ ঠিক ও ভুল চিহ্নিত করো

২.২.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভুষণ- ঠিক

২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম. এ ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলী)- ভুল (চন্দ্রমুখী বসু)

২.২.৩ বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। ঠিক

২.২.৪ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। ভুল

২.৩ স্তম্ভ মেলাও

২.৩.১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়— বঙ্গদর্শন

২.৩.২ নবগোপাল মিত্র— হিন্দু মেলা

২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল— কৃষক আন্দোলন

২.৩.৪ ড্রিঙ্কোয়াটার বেথুন— হিন্দু বালিকা বিদ্যালয়

মাধ্যমিক ইতিহাস ২০২০ প্রশ্নউত্তর (এককথায় উত্তর দাও)

(i) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?

উত্তরঃ লর্ড ডালহৌসি।

(ii) চীনে মুক্তদ্বার নীতি কে প্রবর্তন করেন ?

উত্তরঃ আমেরিকার রাষ্ট্র সচিব স্যার জন হে।

অথবা, কাও টাও প্রথা কী ?

উত্তরঃ বিদেশিদের চীনা সম্রাটকে নতজানু হয়ে সম্মান জানানোর প্রথা।

(iii) আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।

অথবা, বক্সার প্রটোকল কাদের মধ্যে সম্পাদিত হয় ?

উত্তরঃ চীন ও আটটি বিদেশি শক্তি।

(iv) বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

 (v) সিমলা দৌত্য কী ?

উত্তরঃ মুসলিম লীগের নেতৃত্বে 906 খ্রিস্টাব্দে।

(vi) লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয় ?

উত্তরঃ 1940 খ্রিস্টাব্দে।

(vii) বুলগানিন কে ছিলেন ?

উত্তরঃ সোভিয়েত ইউনিয়নের নেতা ।

অথবা, ইয়াসির আরাফাত কে ছিলেন ?

উত্তরঃ প্যালেস্টাইনের নেতা।

(viii) হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন ?

উত্তরঃ পরমাণু বিজ্ঞানী।

অথবা, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ আহমেদ বেন বেল্লা বেল্লাহ।

(ix) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন ?

উত্তরঃ কমোডর পেরি।

(x) লগ্নি পুঁজি কী ?

উত্তরঃ একটি প্রতিষ্ঠানের মধ্যে অর্থের অধ্যায়ন. অথবা, ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তরঃ অ্যাডাম স্মিথ।

(xi) কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ?

উত্তরঃ বোম্বে থেকে থানে।

(xii) ‘সত্যশোধক সভা’র’ প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ জ্যোতিবা ফুলে ।

অথবা, উডের ডেসপ্যাচ কী ?

উত্তরঃ শিক্ষা সংক্রান্ত নীতি।

(xiii) লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় ?

উত্তরঃ জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে।

(xiv) কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয় ?

উত্তরঃ তলোয়ার নামক জাহাজে।

অথবা, ‘এশিয়া বাসীদের জন্য এশিয়া’ – এই শ্লোগানের উদ্দেশ্য কী ছিল ?

উত্তরঃ এশিয়াকে ইউরোপীয় শক্তি মুক্ত করা।

(xv) বেষ্টনী নীতি কী ?

উত্তরঃ কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার প্রতিরোধ।

(xvi) স্বাধীন বাংলাদেশে কবে উদ্বোধন হয় ?

উত্তরঃ 1971 খ্রিস্টাব্দে।

মাধ্যমিক ইতিহাস ২০২২ প্রশ্নউত্তর (এককথায় উত্তর দাও)

(i) রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল ?

উত্তরঃ রেগুলেটিং অ্যাক্ট, ১৭৭৩ খ্রী: বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও দায়িত্ব সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্টের প্রণীত প্রথম আইন।

(ii) কর্নওয়ালিশ কোড কী ?

উত্তরঃ বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইন গুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই “কর্নওয়ালিস কোড” বলা হয়।

সূর্যাস্ত আইন কী ?

উত্তরঃ চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাবার আগে জমিদারের সমস্ত খাজনা মিটিয়ে দিতে হতো যা সূর্যাস্ত আইন নামে পরিচিত।

(iii) গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?

উত্তরঃ ভারতে রেলপথ নির্মাণে কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার কয়েকটি বিষয়ে কোম্পানিগুলিকে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এই ব্যবস্থা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত।

 

আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তরঃ ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।

iv) অবশিল্পায়ন কী ?

উত্তরঃ শিল্প উন্নতির বিপরীত অবস্থাকে অবশিল্পায়ন বলে।

কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় ?

উত্তরঃ ১৮১৩ সালের চার্টার অ্যাক্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবসান ঘটায়।

v) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন ?

উত্তরঃ শ্রী নারায়ণ গুরু ১৯২৪ সালে।

পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত ?

উত্তরঃ পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষার সমর্থকদের পাশ্চাত্যবাদী বলা হয়। যেমন- ট্রাভেলিয়ন, লর্ড মেকলে, কেলভিন।

(vi) কুয়ো-মিং-টাং দলের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ সান ইয়াৎ সেন ১৯১২ সালে।

(vii) স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো।

উত্তরঃ বর্তমান ভারত, পরিব্রাজক, প্রআচ্য ও পাশ্চাত্য।

চুঁইয়ে পড়া নীতি কী ?

উত্তরঃ ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলে প্রকল্পিত এই নীতি ‘চুঁইয়ে পড়া নীতি’ বা ‘ক্রমনিম্ন পরিশ্রুত নীতি’

(viii) পিকিং কনভেনশন কবে আহূত হয়েছিল ?

উত্তরঃ ১৮৬০ সালে।

(ix) বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে ?

উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেল।

(x) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন ?

উত্তরঃ এই কমিশনে কোন ভারতীয়
ছিল না ।

স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস।

(xi ) সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করেছিলেন ?

উত্তরঃ রামসে ম্যাকডোনাল্ড।

(xii) ‘শত দিবসের সংস্কার’ কী ?

উত্তরঃ ১৮৯৫ সালে চীনের বুদ্ধিজীবীরা চীনের সম্রাটের কাছে ক্যং ইউ ওয়ে ও কোয়াংসুর নেতৃত্বে সংস্কারের দাবী জানায় এবং চিন সম্রাট ১০০ দিন ধরে এই কর্মসূচী পালন করে।

(xiii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ অজয় কুমার মুখোপাধ্যায়, সতীশ চন্দ্র সামন্ত ও সুশীল কুমার ধারা।

রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল ?

উত্তরঃ ১৯৪৬ সালের ১২ ফেব্রুয়ারী।

(xiv) ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ বি আর আম্বেদকর।

(xv) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল ?

উত্তরঃ ১৯৪৭ সালের ৩রা জুন।

(xvi) ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তরঃ ১৯৪৫ সালের ২রা সেপ্টেম্বর।

মাধ্যমিক ইতিহাস ২০২৩ প্রশ্নউত্তর (এককথায় উত্তর দাও)

(i) কোন্ দেশ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে বিখ্যাত ছিল ?
উত্তরঃ
 ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত।

(ii) ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝায় ?
উত্তরঃ
 কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব বলা হয়।

 ‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’ – এই ধারণাটি কে প্রচার করেন ?
উত্তরঃ
 রুডওয়ার্ড কিপলিং।

(iii) কোন্ মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন ?
উত্তরঃ
 মার্কিন সেনাপতি কমোডোর ম্যাথু পেরি জাপানে সর্বপ্রথম পদার্পণ করেন (১৮৫৪ খ্রি.)

লগ্নি পুঁজি কী ?
উত্তরঃ
 শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে।

(iv) দস্তক কী ?
উত্তরঃ
 ‘দস্তক’ হল বিনাশুল্কে ব্যাবসা বাণিজ্যের ছাড়পত্র।

(v) চীনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন ?
উত্তরঃ
 ১৮৯৯ সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিলেন।

কাওটাও প্রথা কী ?
উত্তরঃ
 কাওটাও হল নতজানু হয়ে সম্রাটকে আনুগত্য প্রদর্শন করা।

(vi) ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত ?
উত্তরঃ
 ডিরােজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল’ বা ‘নব্যবঙ্গ’ নামে পরিচিত।

(vii) ‘দিকু’ কাদের বলা হত ?
উত্তরঃ
 সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হত।

কে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত ?
উত্তরঃ
 কান্দুকুরি বীরসেলিংগাম দক্ষিণ ভারতের বিদ্যাসাগর হিসাবে পরিচিত।

(viii) জাপান কবে চীনের কাছে ‘একুশ দফা দাবি’ পেশ করেছিল ?
উত্তরঃ
 ১৯১৫ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি জাপান চিনের কাছে ‘একুশ দফা দাবি’ পেশ করে।

(ix) ‘মাহাদ মার্চ’ কী ?
উত্তরঃ
 মহারাষ্ট্রের কুলাবা জেলার জলাশয়ের জল যাতে অস্পৃষ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকর এর নেতৃত্বে ১৯২৭ খ্রিস্টাব্দের ২০ মার্চ 10 হাজার মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মাহাদ মার্চ নামে পরিচিত।

মীরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন ?
উত্তরঃ
 মুজাফফর আহমেদ, শওকত উসমানি, কে. এন. জোগেলকর, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, ধরণি গােস্বামী, পি. সি. যোশি, গঙ্গাধর অধিকারী, ফিলিপ স্প্র্যাট প্রমুখ।

(x) ‘টিসকো’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ
 1907 খ্রিস্টাব্দে জামসেদজী টাটার পরিকল্পনায় কারখানাটির প্রতিষ্ঠা হয়।

(xi) ‘সি.আর.ফর্মুলা’ কী ?
উত্তরঃ
 ভারতের স্বাধীনতা অর্জনে কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য চক্রবর্তী রাজাগোপালাচারী এক সূত্র রচনা করেছিলেন যা সি. আর. ফর্মুলা বা CR Formula(1944) নামে পরিচিত।

(xii) কে ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ
 ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন হো-চি-মিন

 ‘তানাকা মেমোরিয়াল’ কী ?
উত্তরঃ
 জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা জাপানের সম্রাট হিরোহিতোর কাছে প্রদত্ত এক প্রতিবেদনে জানান যে, পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধ নীতি গ্রহণ করা। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল (১৯২৭ খ্রি.) নামে পরিচিত।

(xiii) ‘বার্লিন অবরোধ’ কী ?
উত্তরঃ
 কিছু উদ্দেশ্যপূরণের লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন পশ্চিমি রাষ্ট্রজোটের পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ (যা ছিল সোভিয়েতের অধীনস্থ) অবরোধ করে (১৯৪৮ খ্রি. ২৪ জুন), যা বার্লিন অবরোধ নামে পরিচিত।

(xiv) বুলগানিন কে ছিলেন ?
উত্তরঃ
 ১৯৫৩-১৯৫৫ সালে সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন নিকোলাই বুলগানিন। তিনি ১৯৫৬ সালে ভারত সফরে এসেছিলেন।

(xv) ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ
 ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের উদ্যোগে ১৯৫২ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুরে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ (আই আই টি) প্রথম প্রতিষ্ঠিত হয়।

 More Tags: 

Post a Comment

0 Comments