Madhyamik Life Science Suggestion 2024 | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৪

Madhyamik Life Science Suggestion 2024  মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৪

মাধ্যমিক ২০১৮ জীবনবিজ্ঞান (এককথায় উত্তর দাও)

২.১ আয়োডিনের অভাবে থাইরক্সিন  হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।

২.২ মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় মাইটোসিস  কোষ বিভাজন ঘটে ।

২.৩ মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একটি ফিনোটাইপ দেখাতে পারে ।

২.৪  অপসারী  বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে ।

২.৫ স্থানীয় জীব বৈচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল পার্থেনিয়াম 

২.৬ বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেনু ইত্যাদির সুক্ষ কনাকে একত্রে SPM  বলে, যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে।

২.৭  হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে 

উত্তরঃ  মিথ্যা ।

২.৮  DNA -তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিন এর সঙ্গে যুক্ত থাকে 

উত্তরঃ  মিথ্যা ।

২.৯ মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে ৭৫% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন।

উত্তরঃ মিথ্যা ।

২.১০ ল্যামার্ক এর মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।

উত্তরঃ সত্য ।

২.১১ এসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2  গ্যাস 

উত্তরঃ সত্য ।

২.১২ অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে 

উত্তরঃ মিথ্যা ।

২.১৯ বিসদৃশটি বেছে লেখ  

বামনত্ব,  গলগন্ড,  থ্যালাসেমিয়া ,  মধুমেহ 

উত্তরঃ  থ্যালাসেমিয়া।

২.২০ মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ কর।

উত্তরঃ  আলোক রশ্মি কে প্রতিসৃত করে রেটিনাতে ফোকাস করে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা হল লেন্স এর কাজ।

২.২১ নীচের সম্পর্ক যুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে।  প্রথম জোড়টির সম্পর্ক বুঝে

দ্বিতীয় জোড়টির শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাও -

মাইটোসিস  ভ্রূনমূল   —-———–ঃ রেনু মাতৃকোশ।

উত্তরঃ  মিয়োসিস ।

২.২২ গিনিপিগের ক্ষেত্রে bbRR  এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কী একই?

উত্তরঃ  হ্যাঁ । ফিনোটাইপ টি হল সাদা- খর্ব লোম।

.২৩ মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি

লেখ।

উত্তরঃ  ৯: ৩: ৩ :১ ।

 

২.২৪ লবন সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ কর।

উত্তরঃ  পাতার অভিযোজন — পাতার ফলকে মোমের প্রলেপ থাকে,  যা বাষ্পমোচনের হার হ্রাস করে।

২.২৫ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখ  

স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান,  PBR,  স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস,  স্থানীয় জীব সম্পদ এর স্থিতিশীল ব্যবহার।

উত্তরঃ  PBR

২.২৬ সিংগালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রানীর নাম লেখ।

উত্তরঃ রেড পান্ডা।

মাধ্যমিক ২০১৯ জীবনবিজ্ঞান (এককথায় উত্তর দাও)

২.১ অ্যাড্রিনালিন  হরমোনের প্রভাবে বিপদ কালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।

২.২ DNA অনুর ঘন কুণ্ডলী কৃত গঠনই হলো ক্রোমোজোম।

২.৩ একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতি কে সিনগ্যামি বলে।

২.৪ জীবন উৎপত্তির আদি পর্যায়ে কোয়াসারভেট  ছিল কিছু বৃহৎ কোলয়েড অনুর সমন্বয়।

২.৫ সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

২.৬ নমুনা বীজকে -১৯৬° তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স- সিটু সংরক্ষণকে ক্রায়োপ্রিজারভেশন বলে।

২.৭ বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অত্যধিক পরিমান লঘু মূত্র নির্গত হয়

উত্তরঃ সত্য।

২.৮ সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমশ ও আঠালো গর্ভদন্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।

উত্তরঃ মিথ্যা।

২.৯ মানুষের ডিম্বানুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।

উত্তরঃ মিথ্যা।

২.১০ ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।

উত্তরঃ সত্য।

২.১১ পশ্চিমবঙ্গের  মানস  জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় 

উত্তরঃ মিথ্যা।

২.১২ অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার।

উত্তরঃ সত্য।

২.১৯ বিসদৃশটি বেছে লেখ- গ্লসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর,  ট্রাইজেমিনাল, অক্সিটোসিন।

উত্তরঃ অক্সিটোসিন।

২.২০ অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরল টির কাজ কি?

উত্তরঃ অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরল টির নাম হল ভিট্রিয়াস হিউমর। এর কাজ হলো চোখের আকৃতি বজায় রাখা,  পুষ্টি প্রদান করা এবং আলোর প্রতিসরণের সাহায্য করা।

২.২১ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে।  প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও —–জোড়কলম : আম ::………… :জবা।    উত্তরঃ শাখাকলম।

২.২২ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কি? 

উত্তরঃ কারন প্রচ্ছন্নধর্মী জিনটি X ক্রোমোজোমে অবস্থান করে।

২.২৩ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাত লেখ।

উত্তরঃ ১:২:১।

২.২৪ সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে?

উত্তরঃ অপসারী বিবর্তন।

২.২৫ প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত।  সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখ :কৃষি ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার,  টাইফয়েড,  জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য।

উত্তরঃ  জলদূষন।

২.২৬ কোন ইন–সিটু সংরক্ষণ ব্যবস্থায় অনুজীব,  বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য,  কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়?

উত্তরঃ  বায়োস্ফিয়ার রিজার্ভ।

মাধ্যমিক ২০২০ জীবনবিজ্ঞান (এককথায় উত্তর দাও)

২.১ আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদ-এর সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন ।

২.২ মানুষের মধ্যে যদি মিয়োসিস এর পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হত  ৮৮ টি 

২.৩ মানুষের পপুলেশনে ‘X’ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হল হিমোফিলিয়া

২.৪ আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের  নম্বর আঙ্গুলের রূপান্তর ।

২.৫ নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে  রূপান্তরিত হয় ।

২.৬  বাজারে বহুল বিকৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ভৌম জলের প্রচুর অপচয় ঘটে ।

 ২.৭  ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধি জনিত চলন 

উত্তরঃ সত্য ।

২.৮ মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে 

উত্তরঃ মিথ্যা ।

২.৯ মেন্ডেল তাঁর  বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায়  জিন শব্দটি ব্যবহার করেছিলেন 

উত্তরঃ মিথ্যা ।

২.১০ বাষ্পমোচন এর হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে ।

উত্তরঃ সত্য ।

২.১১ পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রডোডেনড্রন ।

উত্তরঃ সত্য ।

২.১২ কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে  সাহায্য করে ।

উত্তরঃ মিথ্যা ।

গুরুমস্তিস্ক,  হাইপো থ্যালামাস,  পনস, থ্যালামাস

উত্তরঃ  পনস ।

২.২০ সোয়ান কোশ কোথায় থাকে ?

উত্তরঃ  নিউরোন এর অ্যাক্সনের  মায়োলিন সিদ ও নিউরিলেমা এর মাঝে থাকে ।

মাইটোসিস - ভ্রূণমূল  মিয়োসিস-………

উত্তরঃ  জনন মাতৃকোশ ।

২.২২ মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন?

উত্তরঃ  স্বাধীন বিন্যাসের সূত্র।

২.২৩ সুস্থ মানুষের মধ্যে দেখা যায়, এমন একটি বংশাণুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও।

উত্তরঃ  মুক্ত ও সংযুক্ত কানের লতি।

২.২৪ শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়?

উত্তরঃ শিম্পাঞ্জিরা পাথরের একটি শক্ত পাটাতনকে নেহাই হিসেবে ব্যবহার করে তার ওপর বাদাম রাখে, এরপর একটি গাছের ডাল হাতুড়ির মতো ব্যবহার করে সেটা দিয়ে বাদামের খোলা ভাঙ্গে।

সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখ-  SPM, বায়ুদূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ 

উত্তরঃ  বায়ুদূষণ

২.২৬ স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার  নাম লেখ।

উত্তরঃ  JFM ( জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট) ।

মাধ্যমিক ২০২২ জীবনবিজ্ঞান (এককথায় উত্তর দাও) 

২.১ ___________ হরমোন পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় । 

উত্তরঃ জিব্বেরেলিন 

২.২. প্রতিবর্ত ক্রিয়া দ্রুত , স্বতস্ফুর্ত এবং ___________ ।

উত্তরঃ অনৈচ্ছিক । 

২.৩. ________ কোশবিভাজনে বেমতন্তু গঠিত হয় না । 

উত্তরঃ অ্যামাইটসিস । 

২.৪. _________ একটি পতঙ্গপরাগী পুস্প ।

উত্তরঃ আম

২.৫. রোলার জিভ মোড়ার ক্ষমতাসম্পন্ন জিনটি __________ ।

উত্তরঃ প্রকট 

২.৬. হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ার একমাত্র ___________ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় । 

উত্তরঃ হোমোজাইগাস বা সংকরায়ণ 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করোঃ (যে-কোনো পাঁচটি ) ১×৫=৫

২.৭ দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে । 

উত্তরঃ সত্য  

২.৮. প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক  অ্যাসিড থাকে ।

উত্তরঃ মিথ্যা 

২.৯. মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকাই নেই। 

উত্তরঃ সত্য 

২.১০.যদি কোনো মটরগাছে TT বা tt বৈশিষ্ট্য থাকে , তবে এই অ্যালিলের সাপেক্ষে মটরগাছটি হেটেরোজাইগাস হয়

উত্তরঃ মিথ্যা 

২.১১. মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটরগাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায় । 

উত্তরঃ মিথ্যা 

২.১২. কোশীয় বিভেদন দশায় অপত্য কোশগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা , অঙ্গ ও তন্ত্র গঠন করে । 

উত্তরঃ সত্য 

২.১৯. বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ 

অলফ্যাক্টরি স্নায়ু , ভেগাস স্নায়ু , অপটিক স্নায়ু , অডিটরি স্নায়ু 

উত্তরঃ ভেগাস স্নায়ু ।

২.২০. প্রাণীদের কাজ শেষ হওয়ায় পর হরমোনের পরিণতি কি ? 

উত্তরঃ ধ্বংসপ্রাপ্ত হয় । 

২.২১. নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ 

পিউরিনঃ অ্যাডেনিন : : পিরিমিডিন : ? 

উত্তরঃ থাইমিন 

২.২২. কোশচক্রের চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে ? 

উত্তরঃ টিউমার সৃষ্টি হবে 

২.২৩. সংকরায়ণ কি ?

উত্তরঃ কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে যৌন জননকে সংকরায়ণ বলে । যেমন বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর গাছের মিলন ঘটিয়ে সংকর লম্বা মটর গাছ সৃষ্টি করার পদ্ধতি ।

২.২৪. প্রকট বৈশিষ্ট্য কী ? 

উত্তরঃ একই চরিত্রের অন্তর্গত দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটালে প্রথম অপত্য বংশে (F1 জনুতে ) যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় , তাকে প্রকট বৈশিষ্ট্য বলে ।

উদাহরণঃ বিশুদ্ধ বেগুনি ও বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের পরনিষেক ঘটালে F1 জনুতে সৃষ্ট সকল গাছ বেগুনি ফুল বিশিষ্ট হয় , অর্থাৎ বেগুনি ফুল হওয়ার বৈশিষ্ট্যটি হল  প্রকট বৈশিষ্ট্য ।

মৌল বিপাকীয় হার বৃদ্ধি , থাইরক্সিন , লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতি , এক্সপথ্যালিক গয়টার 

উত্তরঃ থাইরক্সিন 

২.২৬. ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয় ? 

উত্তরঃ G1 দশায় 

 

 

 

 

মাধ্যমিক ২০২৩ জীবনবিজ্ঞান (এককথায় উত্তর দাও) 

২.১ ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের ______________ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় ।

উত্তরঃ তীব্রতা ।

২.২  _______________কোশবিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে ।

উত্তরঃ মিয়োসিস ।

২.৩ বীজের কুঞ্চিত আকার একটি ____________ বৈশিষ্ট্য ।

উত্তরঃ  প্রচ্ছন্ন ।

২.৪ উটের রক্তের RBCর আকৃতি __________ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে ।

উত্তরঃ ডিম্বাকার ।

২.৫ বায়ুদূষণের সংগে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো ________________ ।

উত্তরঃ অ্যাজমা বা হাঁপানি ।

২.৬ নীলগিরি ও _____________  উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ ।

উত্তরঃ সুন্দরবন ।

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। (যে কোনো পাঁচটি)

২.৭ অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় । (মিথ্যা )

২.৮ চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে কোশবিভাজন অনিয়ন্ত্রিত হয় । (সত্য )

২.৯ YyRR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয় । (মিথ্যা )

২.১০ একটি বনে বিভিন্ন ধরণের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে । (মিথ্যা )

২.১১ নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস । (সত্য )

২.১২ ট্রাইসেপ্‌স একটি ফ্রেন্সর পেশি । (মিথ্যা )

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি )

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো-

টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন

উত্তরঃ ইনসুলিন ।

২.২০ চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী ?

উত্তরঃ কোনও রকম স্থান পরিবর্তন না করে  বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট ভাবে দেখার জন্য লেন্সের বক্রতার পরিবর্তন করাই হল চোখের উপযোজন ।

২.২১ নীচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

মাইটোসিস : সমবিভাজন :: —: হ্রাস বিভাজন

উত্তরঃ মিয়োসিস ।

২.২২ একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কী হতে পারে ?

উত্তরঃ সংকর ।

২.২৩ বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তরঃ X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ।

২.২৪ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রুণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব ?

উত্তরঃ তুলনামূলক ভ্রুণ তত্ত্বে বা  বায়োজেনেটিক সূত্রে ।

২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো-

কৃষিজমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস

উত্তরঃ ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যা ।

২.২৬ জীববৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো ।

উত্তরঃ জীববৈচিত্রের হটস্পট হল এমন অঞ্চল যেখানে খুব বেশি সংখ্যায় বিপদ্গ্রস্থ জীব পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না ।

 

 More Tags:

Page Navigatio 

 

 

 

 

Post a Comment

0 Comments