Madhyamik Physical Science Suggestion 2024 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৪

Madhyamik Physical Science Suggestion 2024 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৪

মাধ্যমিক ২০১৮ ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর ( এককথায় উত্তরদাও)

2.1 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ কর 

উত্তর: পচনশীল জৈব বস্তুসমূহ থেকে এই বায়োগ্যাস তৈরি হয় । এই গ্যাসের একটি ব্যবহার হল – এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবং উৎপন্ন বিদ্যুৎ দ্বারা বৈদ্যুতিক পাম্প চালানো ও কুটিরশিল্পে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয় ।

অথবা

ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO –এর ভূমিকা কি?

উত্তর: ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO –এর ভূমিকা –  ওজোন স্তরের ওজোন গ্যাসের অনু নাইট্রোজেনের অক্সাইড (NO) – এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অনু তে পরিণত হয়।
NO + O
3 → NO2 + O2
NO
2 + ONO+ O

2.2 কাঠকয়লা , পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জিবাশ্ম জ্বালানী ?

উত্তর: কাঠকয়লা , পেট্রোল ও ইথানলের মধ্যে  কাঠকয়লা ও পেট্রোল হল জিবাশ্ম জ্বালানী ।

2.3  স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ?

উত্তর: স্থির চাপে – 273°C উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ।

2.4 PV = (W/M) RT সমীকরণটিতে M –এর একক কি ? ( চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত )

উত্তর: PV = (W/M) RT সমীকরণটিতে M –এর একক হল – g . mol -1

2.5  নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা ?

কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে 

উত্তরঃ মিথ্যা ।

অথবা

লোহা , ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির ?

উত্তর: লোহা , ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হল – ইনভারের ।

2.6 আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো  ?

উত্তর: আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বড়ো ।

2.7 মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় ?

উত্তর: মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয় ।

2.8 উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয় ?

উত্তর: উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কমে ।

2.9 ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ?

উত্তর: ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ।

2.10 α , β γ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উরধক্রমে সাজাও ।

উত্তর: α , βγ রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উরধক্রমে সাজিয়ে পায় , α < β < γ  

অথবা কোন ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ?

উত্তর: নিউক্লীয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস ।

2.12 CaO –তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ?

উত্তরঃ CaO –তে তড়িৎ যোজী বা আয়নীয় রাসায়নিক বন্ধন বর্তমান ।

2.13 তামার চামচের ওপর রুপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয় ?

উত্তরঃ তামার চামচের ওপর রুপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করা হয় ।

অথবা , একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য 

উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য ।

Madhyamik 2018 Physical Science Solution|মাধ্যমিক ২০১৮ ভৌত বিজ্ঞান সমাধান

2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ?

উত্তরঃ তড়িৎ বিশ্লেষণের সময় কোশের ঋনাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ।

2.15 তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ কর 

উত্তরঃ রেফ্রিজারেটর , কোল্ড স্টোরেজ – এ হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় ।

অথবা , অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো 

উত্তরঃ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত হল – Al (OH)3   

2.16 নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় ?

উত্তরঃ নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়।

2.17 CH3CH2CHO –এর IUPAC নাম লেখো 

উত্তরঃ CH3CH2CHO –এর IUPAC নাম হল – প্রোপান্যাল ।

2.18 পলি (টেট্রাফ্লুওরোইথিলিন) –এর একটি ব্যবহার উল্লেখ কর।

উত্তরঃ বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরক হিসাবে ব্যবহার করা হয় ।

 

মাধ্যমিক ২০১৯ ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর ( এককথায় উত্তরদাও)

স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে ?

উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে 

2.2  ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ?

উত্তরঃ ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে ।

 

অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অনুগুলির আয়তন গন্য করা হয় 

উত্তর: মিথ্যা ।

2.4  STP –তে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুনফল 224L অ্যাটমোস্ফিয়ার  ? [N = 14]

উত্তর: 280 g

2.5 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কনাগুলির স্থান পরিবর্তন হয় 

উত্তরঃ  মিথ্যা ।

কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং  তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি ?

উত্তর:  কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং  তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক –

2.6 একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হবে ?

উত্তর: একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোন হবে – 0° 

2.7  একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে ?

উত্তর: একটি প্রিজমের তিনটি আয়তকার তল আছে 

2.8 একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও 

উত্তর:  একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হল – সিলিকন 

2.9 একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান  একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে ?

উত্তর:  একই বিভব প্রভেদে রাখলে মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে ।

2.10 নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ কর 

উত্তর: নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার হল -এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়

নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে ?

উত্তর: নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় যে সূত্র তা হল –

  E = mc2  , আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী – যেখানে E = উৎপন্ন শক্তি , m = বস্তুর ভর , c = শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 

2.12  N2 অণুর লুইস ডট চিত্র অংকন কর  (N এর পারমাণবিক সংখ্যা 7)

উত্তর:

 

2.13  তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ?

উত্তর:  তড়িৎ বিশ্লেষণে DC তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ।                                                                                

প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়ায় লেখো 

উত্তর: 2H+ + 2e H2

2.14  পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় ?

উত্তর: পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হয় -পটাশিয়াম অরোসায়ানাইড ( K[Au(CN)2]) ।

2.15 নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রঙ উৎপন্ন হয়?

উত্তর: নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে রঙ –এর অধ:ক্ষেপ উৎপন্ন হয় ।

2.16  সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধ:ক্ষেপ পড়ে তার সংকেত লেখো 

উত্তর: সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধ:ক্ষেপ পড়ে তার সংকেত Ag2S ।

উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো 

উত্তর: উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম হল- ম্যাগনেসিয়াম নাইট্রাইড ( Mg3N2 ) ।

2.17 মিথেন অনুতে H-C-H বন্ধন কোণের মান কত ?

উত্তর: মিথেন অনুতে H-C-H বন্ধন কোণের মান হল – 109°28’ ।

CH3CH2COOH এর IUPAC নাম লেখো 

উত্তর: CH3CH2COOH এর IUPAC নাম হল – প্রোপানোয়িক অ্যাসিড ।

2.18  CNG এর শিল্প উৎস কি ?

উত্তর: CNG এর শিল্প উৎস হল- প্রাকৃতিক গ্যাস / পেট্রোলিয়াম খনি / কয়লা খনি।

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর ( এককথায় উত্তরদাও)

বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়ালে বিশ্ব উষ্ণায়ন ঘটে 

উত্তরঃ CO2 

মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

2.2 একটি শক্তি উৎসের নাম লেখ যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায় 

উত্তরঃ বায়ুশক্তি ।

Madhyamik 2020 Physical Science Solution|মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

2.3 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখঃ

নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অনুগুলির বেগ সমান 

উত্তরঃ সত্য ।

 

2.4 চার্লসের সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী ?

উত্তরঃ মূলবিন্দু গামী সরল রৈখিক ।

2.5  নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখঃ

তামা , ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন 

উত্তরঃ মিথ্যা ।

আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী ?

উত্তরঃ আয়তন প্রসারণ গুণাঙ্কের একক S.I পদ্ধতিতে – K -1 এবং C.G.S পদ্ধতিতে °C-1 

2.6 গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায় ?

উত্তরঃ কোনো গোলীয় দর্পনের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয় ।

2.7 X –রশ্মির ব্যবহার লেখ 

উত্তরঃ কেলাসিত পদার্থের গঠন জানার জন্য ।

2.8 এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় 

উত্তরঃ বৈদ্যুতিক মোটর ।

2.9 গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ?

উত্তরঃ নিউট্রাল এবং আর্থ ।

2.10 পারমাণবিক চুল্লিতে কোন-ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় ?

উত্তরঃ নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ।

একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও 

উত্তরঃ ইউরেনিয়াম ।

2.12  ক্লোরোফর্ম  ও সোডিয়াম ক্লোরাইড –এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ?

উত্তর: ক্লোরোফর্ম ।

2.13 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম কর 

উত্তর: আলুমিনিয়াম ।

পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি ?

উত্তর:  সিলভার ।

Madhyamik 2020 Physical Science Solution|মাধ্যমিক ২০২০ ভৌতবিজ্ঞান সমাধান

2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ?

উত্তর: তড়িৎ শক্তি  

2.15 উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও  যে অ্যামোনিয়ার জলীয় দ্রবন ক্ষারীয় প্রকৃতির 

উত্তর:  লাল লিটমাসের সাহায্যে দেখানো যায় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবন ক্ষারীয় প্রকৃতির ।

শূন্যস্থান পূরণ কর :

NaOH + H2S  ——- + H2O

উত্তর : NaHS

2.16 ইউরিয়ার একটি ব্যবহার লেখ 

উত্তর: সার হিসেবে ব্যবহার করা হয় ।

 

2.17 প্রপানোন –এর গঠন সংকেত লেখ 

 উত্তর:

ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন । জৈব যৌগটি কি ?

উত্তর: ইউরিয়া ।

2.18   একটি বায়োডিগ্রেডেবেল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও 

উত্তর: স্টার্চ ।

 

 

মাধ্যমিক ২০২২ ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর ( এককথায় উত্তরদাও)

2.1 জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো।

উত্তর: সৌরশক্তি

2.2 বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো ।

উত্তর: CO2 , CH4

অথবা 

শূন্যস্থান পূরণ করো: 

ওজোন স্তর সূর্য থেকে আগত ________ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।

উত্তর: অতিবেগুনী

2.3 SI পদ্ধতিতে গ্যাসের চাপ এর একক কী?

উত্তর: পাস্কাল

2.4 চার্লসের সূত্রের ধ্রুবক কী কী?

উত্তর: ভর, চাপ

অথবা 

নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 

উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।

উত্তর: মিথ্যা

2.5 কোনও দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি ?

উত্তর: হ্যাঁ, উত্তল দর্পণ

2.6 মোটরগাড়ির হেড লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?

উত্তর: অবতল

2.7 লাল  নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে µr  µb হলে কোনটির মান বেশি?

উত্তর: µb বেশি ও µr কম

2.8 SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী?

উত্তর: কুলম্ব

2.9 তড়িৎ–পরিবাহিতার একক কী?

উত্তর:  moh (মো)

অথবা 

ফিউজ তারের উপাদান কী কী?

উত্তর: টিন ও সীসার মিশ্রন ।

2.10 ‘কিলোওয়াট–ঘণ্টা’ কোন্ ভৌত রাশির একক?

উত্তর: তড়িৎশক্তি

2.12 F, I, Br, Cl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও।

উত্তর: F, Cl, Br, I

2.13 দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান ?

উত্তর: 17 নং শ্রেণী

অথবা 

ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত?

উত্তর: 1 নং শ্রেণী

2.14 ‘ড্যাশ’ চিহ্ন দিয়ে H2O অণুর প্রথাগত উপস্থাপনা দেখাও।

উত্তর:

2.15 হাইড্রাইড আয়নের H ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো?

উত্তর: He হিলিয়াম

অথবা

হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো ।

উত্তর:

2.16 একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও।

উত্তর: জল (H2O)

2.17 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো :

কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি।

উত্তর: মিথ্যা

2.18 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশণে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে?

উত্তর: Al3+ +3eAl  

অথবা 

নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো: 

তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহণ  করে।

উত্তর: মিথ্যা

মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর ( এককথায় উত্তরদাও)

2.1. বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয় ।

উত্তরঃ বায়ুমন্ডলে উপস্থিত গ্যাস যেটি গ্রিনহাউস গ্যাস নয় তা হল – O2  

2.2. কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 kjkg-1 বলতে কী বোঝায় ?

উত্তরঃ কয়লার একটি নমুণার তাপন মূল্য 30000 kj/kg বলতে বোঝায় 1 kg কয়লার সম্পূর্ণ দহনের ফলে 30000 kj শক্তি উৎপন্ন হবে ।

স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন ?

উত্তরঃ স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য হলো চিরাচরিত শক্তির ব্যবহার কমিয়ে অচিরাচরিত শক্তির উৎসগুলির ব্যবহার বাড়ানো । বায়ু শক্তি একটি  অচিরাচরিত শক্তির উৎস। তাই স্থিতিশীল উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় ।

2.3. কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0°C উয়তায় আয়তন V0: চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উয়তা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে ?

উত্তরঃ কোনও চাপে নির্দিষ্ট ভরের কোনও গ্যাসের 0°C উয়তায় আয়তন V0: চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উয়তা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ হবে v0 / 273 ।

2.4. STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে ?

উত্তরঃ STP তে 1 L H2 গ্যাসে ও 4 L CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত হবে

কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয় ।

উত্তরঃ সত্য ।

হিরে, লোহা ও রূপোকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও ।

উত্তরঃ হিরে > রুপো > লোহা

2.6. উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো ।

উত্তরঃ গাড়ি বা অন্যান্য যানবাহনে ভিউ ফাউন্ডার হিসেবে উত্তল দর্পন ব্যবহার করা হয় ।

2.7. অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন্ পথে

যায় ?

উত্তরঃ অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনও রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যায় ।

2.8. একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয় ?

উত্তরঃ একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একই হবে না কারণ তাদের উপাদান আলাদা ।

2.9. একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র অনুযায়ী I-V লেখচিত্র অঙ্কন করো ।

উত্তরঃ

2.10. পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো ।

উত্তরঃ পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার হল বিদ্যুৎ উৎপাদন ।  

𝛾 -রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ________________ তরঙ্গ ।

উত্তরঃ তড়িৎ চুম্বকীয়

মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয় ।

উত্তরঃ সত্য ।  

 

2.13. তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন্ তড়িদ্বারের ভর বৃদ্ধি পায় ?

উত্তরঃ তড়িৎবিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে ক্যাথোডের ভর বৃদ্ধি পায় । 

 রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপনে তড়িদবিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হয় ?

উত্তরঃ রুপোর ওপর গোল্ডের তড়িৎলেপনে তড়িদবিশ্লেষ্য রূপে ব্যাবহৃত হয় পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ K[Au(CN)2 ]

2.14. তড়িদ্‌বিশ্লেষণের সময় তড়িবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে _______________ 

উত্তরঃ আয়ন

2.15. N2 এর আপেক্ষিক রাসায়নিক নিষ্ক্রিয়তার একটি কারণ উল্লেখ করো ।

উত্তরঃ N2 অণুর ত্রিবন্ধনের অত্যাধিক স্থায়িত্বের কারণে স্বাভাবিক তাপমাত্রায় নাইট্রোজেন রাসায়নিকভাবে নিস্ক্রিয় হয় ।

ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কী ?

উত্তরঃ ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড অপরটি হল অ্যামোনিয়া (NH3) ।

2.16. বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন্ যৌগ উৎপন্ন হয় ?

উত্তরঃ নাইট্রাস অক্সাইড (NO)

2.17. CH3CH=CH2 এর IUPAC নাম লেখো ।

উত্তরঃ 1-প্রোপিন ।


 Related searches

 

 

Post a Comment

0 Comments