আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য কী?

উত্তরঃ আলিগড় আন্দোলনের কয়েকটি বৈশিষ্ট্য হল—
 [1] ব্রিটিশের সাহায্য নিয়ে মুসলিম সমাজের সার্বিক উন্নয়ন ঘটানোর প্রচেষ্টা।
 [2] এই আন্দোলনের প্রতি মুসলিম সমাজের গরিষ্ঠ সংখ্যক দরিদ্রশ্রেণির অংশগ্রহণ ঘটেনি। উত্তরপ্রদেশের গুটিকয়েক জমিদারশ্রেণি ও শহরে শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায়কেন্দ্রিক ছিল এই আন্দোলন।
 [3] এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল দ্বিজাতি তত্ত্বের অবতারণা। অর্থাৎ এই আন্দোলনের সূত্রেই ভারতীয় রাজনীতিতে হিন্দু-মুসলিম দুটি আলাদা জাতি—এই ধারণার উদ্ভব ঘটে।
 [4] এই আন্দোলনের দুটি ধারা লক্ষ করা যায়—একটি রক্ষণশীল ব্রিটিশবিরোধী, অপরটি আধুনিক প্রগতিশীল ও ব্রিটিশ অনুরাগী।

Post a Comment

0 Comments