অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝ ?
উত্তরঃ দেওয়ানি লাভের পর বাংলায় একদিকে রাজনৈতিক ও নিজামতের ক্ষমতা থাকে বাংলার নবাবের হাতে অপরদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, অপরদিকে ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। যা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত।
Post a Comment
Please Do Not Enter Any Span Link in The Comment Box