দ্বৈত শাসনের কুফল কী ছিল?
উত্তরঃ দ্বৈত শাসনের ফলে [1] ব্রিটিশ কোম্পানি অর্থনৈতিক ক্ষমতা লাভ করায় কৃষক-সহ ভারতবাসীর ওপর আর্থিক শোষণের মাত্রা বেড়ে গিয়েছিল। [2] রাজনৈতিক ক্ষেত্রে বাংলার নবাব ক্ষমতাহীন হয়ে পড়ায় শাসন ক্ষমতার ওপরেও ব্রিটিশের নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি হয়েছিল।
Post a Comment
Please Do Not Enter Any Span Link in The Comment Box