প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ রচনা করো?

 প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ:

বন্ধু ১: কিরে, খবর শুনেছিস? গতকাল একটা ভয়াবহ বন্যা হয়েছে পাশের গ্রামে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্ধু ২: হ্যাঁ, শুনেছি। বাড়িঘর ডুবে গেছে, অনেকের খাবার ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এটা খুবই দুঃখজনক।

বন্ধু ১: ঠিক বলেছিস। এই পরিস্থিতিতে আমাদের ছাত্রদের কী করা উচিত, তা নিয়ে আমি ভাবছি।

advertise

বন্ধু ২: ছাত্র সমাজের দায়িত্ব অনেক। প্রথমত, আমরা সবাই মিলে ত্রাণ সংগ্রহের উদ্যোগ নিতে পারি। খাবার, পোশাক, ওষুধ—এসব সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠানো দরকার।

বন্ধু ১: একদম ঠিক। এছাড়া দুর্যোগকবলিত এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে পারি। যেমন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া বা আশ্রয়কেন্দ্রে সাহায্য করা।

বন্ধু ২: হ্যাঁ, আমরা দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতেও কাজ করতে পারি। যেমন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও করণীয় সম্পর্কে মানুষকে জানানো।

বন্ধু ১: আর আমরা স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারি। এতে দুর্যোগ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

বন্ধু ২: তা-ই তো! আর এখন তো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে দেওয়া যায়। আমরা ত্রাণ সংগ্রহ ও সহায়তার জন্য সেখানেও প্রচার চালাতে পারি।

বন্ধু ১: ঠিক বলেছিস। তবে আমরা ছাত্ররা যেন নিজেরাও সচেতন থাকি এবং ধৈর্য ধরে কাজ করি। বিপদে ঘাবড়ে না গিয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

বন্ধু ২: একদম। আমাদের প্রধান কর্তব্য হলো মানুষের পাশে দাঁড়ানো এবং যতটা সম্ভব সাহায্য করা।

advertise

বন্ধু ১: হ্যাঁ, চল, আমরা সবাই মিলে একটা দল গঠন করি এবং সাহায্যের জন্য উদ্যোগ নিই।

বন্ধু ২: ঠিক আছে, আমরা আজই বন্ধুদের সঙ্গে আলোচনা করব। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের সবার মানবিক দায়িত্ব।

advertise
Lob (Admin)
Lob (Admin) This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.
advertise

Post a Comment