উঃ পাঁচজনকে নিয়ে গঠিত গ্রাম্য পরিষদ । এই 'পাঁচ' বা 'পঞ্চ' শব্দ থেকেই শব্দটি উদ্ভুত হয়েছে ।
2. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কবে পাশ হয় ?
উঃ ১৯৭৩ সালে ।
3. পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?
উঃ ১৯৭৮ সালে ।
4. গ্রাম পঞ্চায়েত কি ?
উঃ গ্রামের শাসনব্যবস্থা ঠিক ভাবে চালানোর জন্য গ্রামের মানুষদের নিয়ে যে সভা গঠিত হয়, তাকে গ্রাম পঞ্চায়েত বলে ।
5. পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি ?
উঃ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করা যায় -
(ক) গ্রাম পঞ্চায়েত
(খ) পঞ্চায়েত সমিতি
(গ) জেলা পরিষদ
6. কতজন মানুষকে নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ?
উঃ গড়ে প্রায় চার হাজার জনকে নিয়ে ।
7. গ্রাম পঞ্চায়েতের কাজ কি ?
উঃ গ্রামের সামগ্রিক উন্নয়ন । জনস্বাস্থ্য সংরক্ষণ, রাস্তাঘাট, জলনিকাশ এবং নলকূপের ব্যবস্থা করা। কর ধার্য ও আদায় করা এবং শিক্ষার বিকাশ সাধন ।
8. পঞ্চায়েত সমিতির কাজ কি ?
উঃ ব্লক পর্যায়ের সামগ্রিক উন্নয়ন । গ্রাম পঞ্চায়েতের কাজের তদারকি করা ।
9. জেলা পরিষদের কাজ কি ?
উঃ পঞ্চায়েত সমিতির কাজের তদারকি এবং জেলার সামগ্রিক উন্নয়ন করা ।