দ্বাদশ শ্রেণীর শিখন অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1) বুদ্ধি বলতে কী বােঝাে?
উঃ অপেক্ষাকৃত কঠিন পরিস্থিতিতে প্রাক্ষোভিক শক্তিকে প্রতিরােধ করে নিষ্ঠার সাথে স্বল্প পরিশ্রমে সামাজিক মূল্যসম্পন্ন উদ্দেশ্যমুখী সৃজনধর্মী কাজ করার ক্ষমতাকেই বলে বুদ্ধি।
2) মনােযােগর একটি অভ্যন্তরীণ উদ্দীপকের উল্লেখ করাে।
উঃ মনােযােগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম দুশ্চিন্তা।
3) শিখন প্রক্রিয়ার পর্যায়গুলি কী?
উঃ শিখন প্রক্রিয়ার স্তরগুলি এইরূপ —
i) অভিজ্ঞতা অর্জন, ii) সংরক্ষণ বা ধারণ, iii) পুনরুদ্রেক বা মনে করা, iv) প্রত্যভিজ্ঞা বা চেনা
4) শিখনের দু'টি বৈশিষ্ট্য লেখাে।
উঃ শিখনের দু'টি বৈশিষ্ট্য :- i) শিখন আচরণের পরিবর্তন আনে। ii) শিখন অনুশীলন ভিত্তিক।
5) শিখনের কার্যকরী বিষয়গুলির যে কোনাে দু'টি উল্লেখ করাে।
উঃ শিখনের প্রধান দুটি কার্যকরী বিষয় হলাে— i) উপযুক্ত পরিবেশ ii) উপযুক্ত পদ্ধতি।
6) পরিণমন কী ?
উঃ পরিণমন এমন একটি চর্চা যা অনুশীলন ও শিখন নিরপেক্ষ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটি আপনা-আপনি ব্যক্তির মধ্যে সঞ্চারিত হয়ে তার অভ্যন্তরীণ বৃদ্ধিতে সহায়তা করে।
7) SMA -এর পুরাে কথাটি কী?
উঃ পুরো নাম - Special Mental Ability.
8) থাস্টোনের তত্ত্ব অনুসারে যে কোনাে দুটি প্রাথমিক মানসিক ক্ষমতার উল্লেখ করাে।
উঃ থাস্টোনের তত্ত্ব অনুসারে দুটি প্রাথমিক মানসিক ক্ষমতা হলাে সংখ্যাগত উপাদান N এবং বাচনিক উপাদান V।
9) সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে ?
উঃ এটি এমন একটি ক্ষমতা যা যে কোনাে বৌদ্ধিক কাজে অল্পবিস্তর প্রয়ােজন হয়। শিশু জিনগতসূত্রে এই ক্ষমতা অর্জন করে অর্থাৎ এটা সহজাত ও জন্মগত। স্পিয়ারম্যান এটাকেই বলেছেন ‘G -ক্ষমতা।
10) GMA -এর পুরাে কথাটি কী?
উঃ পুরাে শব্দটি হলাে : General Mental Ability.
11) শিখন ও পরিণমনের একটি সাদৃশ্য লেখাে।
উঃ প্রথমত : দু’টিই ব্যক্তির জীবনবিকাশের প্রক্রিয়া বা বিকাশমূলক প্রক্রিয়া।
দ্বিতীয়ত : দু’টি প্রক্রিয়ার ফলশ্রুতিতেই ব্যক্তির আচরণের পরিবর্তন লক্ষণীয়।
12) গ্যাগনির মতে সব থেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি ?
উঃ গ্যাগনিনের মত অনুসারে সব থেকে উচ্চ পর্যায়ের শিখন হলাে সমস্যা সমাধানমূলক শিখন।
13) মনােযােগের দুটি বস্তুগত নির্ধারক কী?
উঃ মনোেযােগের দু’টি বস্তুগত নির্ধারকের নাম হলাে তীব্রতা ও রং।
14) বিশেষ মানসিক ক্ষমতা বলতে কী বােঝাে?
উঃ কোনাে বিশেষ কাজের জন্য সাধারণ ক্ষমতার পাশাপাশি একটি বিশেষ ক্ষমতার প্রয়ােজন হয় এবং ক্ষমতা ওই কাজটি ব্যতীত অন্য কোনাে কাজে দরকার হয় না, তাকেই বলে বিশেষ ক্ষমতা। স্পিয়ারম্যান এই ক্ষমতাকে বলেছেন ‘S'ক্ষমতা।
Post a Comment
Please Do Not Enter Any Span Link in The Comment Box