1) গড় দ্বারা কী জানা যায় ?
উঃ গড় দ্বারা স্কোরগুচ্ছের কেন্দ্রীয় প্রবণতা জানা যায়।
2) মধ্যমার মাধ্যমে কী জানা যায়?
উঃ স্কোরগুলির মাঝখানে স্কোরটির মান মধ্যমার মাধ্যমে জানা যায়।
3) মিডিয়ানের একটি ব্যবহার উল্লেখ করাে।
উঃ বণ্টনের মধ্যমমানটি নির্দিষ্টকরণের জন্য মিডিয়ান ব্যবহৃত হয়।
4) মিনের সংক্ষিপ্ত সূত্রে C-এর অর্থ উল্লেখ করাে।
উঃ C (শুদ্ধিকরণ) = ef / N
5) পরিসংখ্যান তত্ত্ব (Statistics) বা রাশিবিজ্ঞান কাকে বলে?
উঃ যখন কোনাে বিষয় সম্পর্কে সংগৃহীত বিভিন্ন রাশির তাৎপর্য নির্ণীত হয় তখন সেই তাৎপর্য সমন্বিত রাশিতত্ত্বকে রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান তত্ত্ব বলে।
6) রাশিমালার প্রসার বলতে কী বােঝাে?
উঃ রাশিমালার অন্তর্গত সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যবর্তী সংখ্যাই হলাে রাশিমালার প্রসার বা Range।
7) Histogram কখন ব্যবহৃত হয় ?
উঃ প্রাপ্ত তথ্য বা স্কোরগুলি যখন অবিচ্ছিন্ন অবস্থায় ব্যবহৃত থাকে তখন অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র বা Histogram ব্যবহৃত হয়।
8) গাণিতিক গড়, মধ্যমমান এবং ভূষিষ্টকের সম্পর্ক উল্লেখ করাে?
উঃ ভূষিষ্টক (Mode) – 3 x মধ্যমমান (Median) গড় (Mean) |
9) পরিসংখ্যা বণ্টনকালে ট্যালি চিহ্ন কেন ব্যবহৃত হয়?
উঃ একগুচ্ছ স্কোরের মধ্যে কোনাে বিশেষ শ্রেণিবিভাজনের স্কোর সংখ্যা দ্রুত নির্ণয়ের ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়।
10) অবিচ্ছিন্ন সারি বলতে কী বোঝা?
উঃ পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনাে ছেদ না থাকলে তাকে অবিচ্ছিন্ন সারি বলে উদাহরণ স্বরূপ — 3, 3.5, 4, 4.5, 5 ইত্যাদি।
11) বিচ্ছিন্ন সারি কাকে বলে?
উঃ পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনাে ছেদ থাকলে তবে তাকে বিচ্ছিন্ন সারি বলে উদাহরণস্বরূপ — 3, 5, 7, 9, 11,13,15 ইত্যাদি।
12) নীচের সারিটির ভূষিষ্টক কী হবে?
উঃ 10, 4, 5, 3, 2, 4, 3, 4
সারিটির ভূষিষ্টক হলাে ৪
13) চল কাকে বলে?
উঃ চল বলতে বােঝায় পরিবর্তনশীল মান।