উত্তর : প্রাচীন অর্থাৎ প্যাভলভীয় অনুবর্তন ও সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন, উভয়েই অনুবর্তিত প্রতিক্রিয়া। এই দুই প্রক্রিয়ার মাধ্যমেই শিখনকে ব্যাখ্যা করা হয়েছে তবুও দু’টি কৌশলের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। মৌলিক পার্থক্যগুলি নিম্নরূপ ----
প্রথমত, প্যাভলভীয় অনুবর্তনের ক্ষেত্রে অনুবর্তিত প্রতিক্রিয়া অনাবর্তিত উদ্দীপকের। দ্বারা যান্ত্রিকভাবে জোর করে সৃষ্টি করা হয়। অধরনের অনুবর্তনে প্রাণীর প্রতিক্রিয়া আরােপিত নয়, স্বতঃস্ফূর্ত।
দ্বিতীয়ত, প্রাচীন অনুবর্তনে নতুন প্রতিক্রিয়া সংঘটিত হয় প্রত্যাশার ভিত্তিতে কিন্তু সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়াটি সম্পন্ন হয় অনুসন্ধানের ভিত্তিতে।
তৃতীয়ত, প্রাচীন অনুবর্তনে উদ্দীপকের উপর মূলত জোর দেওয়া হয়। একারণে সঠিকভাবে একজোড়া উদ্দীপক বাছাই করা হয়। সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়াকে মূলত গুরুত্ব দেওয়া হয়; তাই এখানে প্রতিক্রিয়া ও উপযুক্ত শাস্তি হিসেবে একটি উদ্দীপক বেছে নেওয়া হয়।
চতুর্থত, প্রাচীন অনুবর্তন একটি বিচ্ছিন্ন পদ্ধতি। এক্ষেত্রে একটি উদ্দীপক এবং একটি প্রতিক্রিয়ার মধ্যে সংযােগ গড়ে তােলার কথা ভাবা হয়। যদিও অপারেন্ট অনুবর্তনে পর্যায়ক্রমে একাধিক প্রতিক্রিয়ার কথা বিবেচনা করা হয়।
পঞ্চমত, প্যাভলভীয় অনুবর্তন প্রক্রিয়ায় অনুবর্তিত উদ্দীপকের প্রকৃতির উপর উদ্দীপকের উপস্থাপন নির্ভর করে। কিন্তু প্রক্রিয়ায় উদ্দীপক তখনই উপস্থাপিত হয় যখন প্রাণী সঠিক প্রতিক্রিয়া সম্পন্ন করে।