স্বাস্থ্য পরিবেশের ওপর ওজনস্তর
ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব লেখ ।
উত্তরঃ বিভিন্ন গবেষণার তথ্যানুযায়ী ধারণা করা হয় যে, ওজোনস্তরের ক্ষয়ের
ফলে যে অতিবেগুনী রশ্মি পৃথিবীতে প্রবেশ করে তা ত্বকের ক্যানসার, ছানি, উদ্ভিদজগতের
ক্ষতি, প্ল্যাঙ্কটন হ্রাস, সমুদ্রের জীবের হ্রাস ইত্যাদির সমস্যার কারণ হতে পারে।
গ্রিন হাউস এফেক্ট কি ?
উত্তরঃ পৃথিবী থেকে পার্থিব বিকিরন রূপে যে পরিমান তাপ নির্গত হওয়ার কথা তা হচ্ছে
না এই গ্যাস গুলি এই বিকিরিত তাপের কিছু অংশ শোষণ করে নেয়। ফলে পৃথিবীর গড় তাপমাত্রা
ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনা কে গ্রীন হাউস এফেক্ট
বলে এবং উপরিক্ত গ্যাস গুলি কে গ্রীন হাউস গ্যাস বলে।
স্থিতিশীল উন্নয়ন কাকে বলে ?
উত্তরঃ ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতা কে বজায় রেখে বর্তমান প্রজন্মের
চাহিদা মেটানো কে টেকসই বা স্থিতিশীল উন্নয়ন
বলে।
বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের
মধ্যে পার্থক্য লিখ।
উত্তরঃ বাস্তব গ্যাস
প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থ হল বাস্তব গ্যাস।
বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা
হয় না।
আদর্শ গ্যাস
প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই।
আদর্শ গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়।
পরমশূন্য উষ্ণতা কাকে বলে ? এর মান
কত ?
উত্তরঃ উষ্ণতার যে স্কেলে পরমশূন্য উষ্ণতা বা -273°C কে নিম্ন
স্থিরাঙ্ক ( অর্থাৎ 0° ধরে) এবং প্রতি ডিগ্রি উষ্ণতা
বৃদ্ধি কে 1°C ধরে উষ্ণতার যে স্কেল উদ্ভাবন
করা হয়েছে, তাকে উষ্ণতার পরম স্কেল বা চরম স্কেল বলে। বিজ্ঞানী লর্ড কেলভিনের নাম
অনুসারে এই স্কেলের নাম কেলভিন স্কেল বলা হয়।
এর মান শূন্য কেলভিন, -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস অথবা -৪৫৯.৬৭ ডিগ্রি ফারেনহাইট।
ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার
মান নির্ণয় কর ।
উত্তরঃ ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। সেলসিয়াস স্কেলে
পরম শূন্য উষ্ণতা -273°C ।
মনে করি, ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার পাঠ F
বিপদ সংকেত বোঝাতে লাল আলো ব্যবহার
করা হয় কেন ?
উত্তরঃ দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব চেয়ে বেশি তাই লাল রঙের
আলো (বা লাল রঙ) বায়ুমন্ডলের অণু-পরমাণু দ্বারা বিক্ষিপ্ত হয় সবচেয়ে কম এবং অন্যান্য
রং এর তুলনায় সবচেয়ে দূর থেকে শনাক্ত করা যায়। তাই কুয়াশা, বৃষ্টি কিংবা ধোঁয়ার মধ্য
দিয়েও এটি পর্যবেক্ষণ করা সহজ হয়। এই কারণে ট্রাফিক সিগন্যাল বা বিপদ সংকেতে লাল রঙ
ব্যবহার করা হয়।
আকাশকে নীল দেখায় কেন ?
উত্তরঃ আমরা জানি, সূর্যের আলো প্রকৃতপক্ষে বিশুদ্ধ আলো নয়, অর্থাৎ সূর্যের আলো
একবর্ণী (এক বর্ণবিশিষ্ট) আলো নয়। অর্থাৎ সূর্যের আলোর মধ্যে বিভিন্ন বর্ণের আলো এক
সঙ্গে মিশে থাকে। সূর্য থেকে সূর্যের আলো পৃথিবীর
বায়ুমন্ডল পর্যন্ত বাধাহীনভাবে আসলেও পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করামাত্র তা বিভিন্ন
বাধার সম্মুখীন হয়।বায়ুমন্ডলে থাকা বিভিন্ন ধূলিকণা, গ্যাসের অণু সূর্যের আলোর বিক্ষেপণ
ঘটায়। সূর্যালোকে উপস্থিত দৃশ্যমান আলোর (বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা লাল) মধ্যে
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং বেগুনি ও নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে
কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়া এই বিক্ষেপণ কম হয় কিন্তু নীল বেগুনী আলোর
তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এর বিক্ষেপণ বেশি হয়। ফলে বেগুনি এবং নীল বিক্ষেপণ এর কারণে
চারিদিকে ছড়িয়ে পড়ে। মানব চক্ষু বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল হওয়ায়
আমরা আকাশকে নীল দেখি।
উত্তল লেন্সের আলোক কেন্দ্র কাকে
বলে ?
উত্তরঃ আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট
বিন্দু যার মধ্যে দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে
নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় ।
ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখ।
উত্তরঃ বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃত
করলে যদি তর্জনী চুম্বক বলরেখার দিক এবং মধ্যমা পরিবাহীতে প্রবাহিত কারেন্টের দিক নির্দেশ
করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণনের দিক নির্দেশ করবে। এটাই ফ্লেমিং'স লেফট
হ্যান্ড রুল বা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম হিসেবে পরিচিত।
ওহমের সূত্র ব্যাখ্যা করো ।
উত্তরঃ ওহমের সূত্র(Ohm's Law): উষ্ণতার ও অনান্য ভৌত অবস্থার পরিবর্তন না হলে
,কোনো পরিবাহীর (তার এর) মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা টি ওই পরিবাহীর (তার এর)
দুই দিকের (প্রান্তের) বিভব প্রভেদ এর সমানুপাতিক হয়, এবং রোধের (Resistance) ব্যস্তানুপাতিক।
সমযোজী ও তড়িৎযোজী বন্ধন এর দুটি
পার্থক্য লেখ ।
সমযোজী বন্ধন |
তড়িৎযোজী বন্ধন |
১) সমযোজী বন্ধন শুধুমাত্র অধাতুর মধ্যেই হয় । |
১) আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন ধাতু ও অধাতুর মধ্যে হয় । |
২) সমযোজী বন্ধন তড়িৎ পরিবহন করে না । |
.২) তড়িৎ যোজী বন্ধন তড়িৎ পরিবহন করে |
তড়িৎ বিশ্লেষণ কি ?
উত্তরঃ রসায়ন বিদ্যায় যখন কোন তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের দ্রাবনে দ্রবীভূত পদার্থের
মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয় তখন ঐ তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক বিয়োজন
ঘটে নতুন রাসায়নিক ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, এই পদ্ধতিকে তড়িৎবিশ্লেষণ (ইংরেজিঃ
Electrolysis) বলে।
Na ও Na+, এদের মধ্যে বেশি কোনটি
স্থায়ী এবং কেন?
উত্তরঃ রসায়ন বিজ্ঞানের অষ্টক সূত্র অনুযায়ী যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে ৮ ইলেকট্রন
থাকে সেই সমস্ত মৌল সুস্থির হয় এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আচরণ করে। এই
সূত্র অনুযায়ী Na+ ,Na অপেক্ষা বেশি স্থায়ী।
পরিবাহীর উষ্ণতা বাড়লে রোধ বৃদ্ধি
পায় কেন ?
উত্তরঃ পরিবাহীতা ও রোধ পরস্পর বিপরীত রাশি অর্থাৎ পরিবাহিতা হ্রাস পেলে রোধ বৃদ্ধি
পায়। যেহেতু, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায় সেহেতু রোধ বৃদ্ধি
পাবে। তাছাড়া তাপমাত্রা বাড়ালে পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুরো উত্তেজিত হয় বলে এদের
গতিশক্তি বৃদ্ধি পায় এবং পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অণুগুলোর সাথে সংঘর্ষে
লিপ্ত হয়। ফলে, প্রবাহ চলার পথে বাধার সৃষ্টি করে এবং রোধ বৃদ্ধি পায়।
দুটি তড়িৎযোজী যৌগের নাম লেখ ।
উত্তরঃ উদাহরণ- সোডিয়াম পরেমানুর (2+8+1) যোজ্যতা কক্ষের একটি ইলেকট্রন ক্লোরিন
পরমানুর (2+7) যোজ্যতা কক্ষে স্থানান্তরিত হওয়ার ফলে NaCl যৌগ গঠিত হয়। NaCl যৌগ
একটি তড়িৎযোজী যৌগ।
বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মেশালে
কেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় ?
উত্তর: বিশুদ্ধ জল মৃদু তড়িদবিশ্লেষ্য পদার্থ, তাই জলের খুব কম সংখ্যক
অণু H⁺ ও OH⁻ আয়নে বিয়োজিত হয় | কিন্তু জলে
সামান্য পরিমান অ্যাসিড মেশালে জলের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় এবং বেশি পরিমানে জলের
অণু বিয়োজিত হয়ে H⁺ ও OH⁻ আয়ন উৎপন্ন করে ।
ভোল্টামিটার কি ?
উত্তরঃ কোনো তড়িৎ-বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে তড়িৎ চালনা করার সময় পদার্থটিকে
জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় একটি পাত্রের মধ্য রেখে তড়িৎ-বিশ্লেষণ করা হয় । এই পাত্রটিকে
ভোল্টামিটার বলে ।
জল ও ক্যালসিয়াম অক্সাইড এর মধ্যে
কোনটি সমযোজী ও তড়িৎযোজী ?
উত্তরঃ জল একটি সমযোজী যৌগ ।
ক্যালসিয়াম অক্সাইড (CaO) একটি তড়িৎযোজী যৌগ ।
একটি ধ্রুবীয় দ্রাবকের উদাহরন দাও
।
উত্তরঃ ইথানল, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড জৈব যৌগ।
কোন স্তরে প্লেন চলাচল করে ?
উত্তরঃ সাধারণ বিমানগুলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর "ট্রপোস্ফিয়ার
" দিয়ে চলাচল করে। আর জেট বিমানগুলো তার উপরের স্তর "স্ট্যাটোস্ফিয়ার
" দিয়ে চলাচল করে।
কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়
?
উত্তরঃ এক্সোস্ফিয়ার স্তরের অন্তর্গত আয়োনোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়
।
ভূপৃষ্ঠের বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো
উত্তরঃ ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠে জলীয় পদার্থ বাষ্পীভূত হয়ে বেরিয়ে
যায় ফলে ভূপৃষ্ঠে আগের তুলনায় অনেকটাই শুকনো হয়ে পড়ে। এই জলীয় পদার্থ বিহীন শুকনো
ভূপৃষ্ঠ গাছেদের পক্ষে একেবারেই অনুপযুক্ত, ফলে সেই অঞ্চলের গাছপালা ক্রমশই মৃতপ্রায়
হতে থাকে। এই বিশেষ অঞ্চলে চাষাবাদও বিশেষ করা যায় না।
কৃত্রিম উপগ্রহ স্থাপন করার জন্য
বায়ুমন্ডলের কোন স্তরটি উপযোগী ?
উত্তরঃ এক্সোস্ফিয়ার
মিথেন হাইড্রেট এর সংকেত কি ?
উত্তরঃ মিথেন হাইড্রেট এর সংকেত - CH4
মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস
উৎপন্ন করে ?
উত্তরঃ মিথেন।
প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি
?
উত্তরঃ সিএফসি কার্বন মনো অক্সাইড এবং ক্লোরো ফ্লুরো কার্বন
আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ
বলের মান কত ?
উত্তরঃ অণুগুলির মধ্যে কোনো পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। গ্যাস অণু ও পারিপার্শ্বিকের
মধ্যে ক্রিয়াশীল একমাত্র বল অণু ও পাত্রের দেয়ালের মধ্যে সংঘর্ষের জন্য দায়ী।
পরমশূন্য উষ্ণতায় গ্যাসের অনুগুলির
গড় গতিশক্তি কত ?
উত্তরঃ 273 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়।
বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কি
কি ?
উত্তরঃ বয়েলের সূত্রের ধ্রুবক দুটি হল (i). গ্যাসের ভর (ii). গ্যাসের উষ্ণতা
বিবর্ধক কাচের প্রতিবিম্বের প্রকৃতি
কি রুপ ?
উত্তরঃ অসদ্বিম্ব, সমশীর্ষ এবং বিবর্ধিত
কোন দর্পণে দৃষ্টি ক্ষেত্র বিস্তৃত
হয় ?
উত্তরঃ উত্তল দর্পণে
দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার
করেন?
উত্তরঃ অবতল দর্পণ।
গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ
ব্যবহার করা হয় ?
উত্তরঃ গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক
1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?
উত্তরঃ কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক ১.৫ =
একটি প্রিজমের কয়টি আয়তকার তল
থাকে ?
উত্তরঃ প্রিজমের দুইটি তল অর্থাৎ একটি ভূমি ও একটি পার্শ্বতল থাকে ।
তড়িৎ বিভবের এস আই একক কি ?
উত্তরঃ তড়িৎ-বিভবের একক:- বিভবের SI একক হল ভোল্ট [volt] ।
তড়িৎ প্রবাহমাত্রা কোন যন্ত্রের
সাহায্যে মাপা হয় ?
উত্তরঃ অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয় ।
ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে
যুক্ত করা হয় ?
উত্তরঃ শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়।
আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল
তারের রং কি হয় ?
উত্তরঃ নিউট্রাল তারকে হালকা নীল রং
0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box