উঃ- মানিক বন্দ্যোপাধ্যায়ের 'নদীর বিদ্রোহ' গল্পের উল্লিখিত অংশে নদেরচাঁদের কথা বলা হয়েছে ।
♦ নদীর সঙ্গে সখ্য নদেরচাঁদের শৈশব থেকেই । কর্মক্ষেত্রে এসেও তার
নদীর প্রতি আকর্ষণ একটুকুও কমেনি । তাই প্রবল বৃষ্টির কারণে পাঁচদিন নদীকে দেখতে
না পেয়ে সে 'ছেলেমানুষের মতো' আকুল হয়ে ওঠে । নদীর প্রতি এই আকুলতাই ছিল তার
'পাগলামি' ।