নব্যবঙ্গ আন্দোলন শেষপর্যন্ত ভেঙে পড়ে কেন?
উত্তরঃ ডিরোজিও-র নেতৃত্বে গড়ে ওঠা নব্যবঙ্গ আন্দোলন শেষপর্যন্ত ভেঙে যাওয়ার কারণ ছিল—
হিন্দুধর্ম ও ঐতিহ্যের বিরুদ্ধাচরণ: উৎসাহের আতিশয্যে নব্যবঙ্গীয়রা হিন্দুধর্ম ও ঐতিহ্যকে তীব্র ভাষায় আক্রমণ করে বসেন।
শহরকেন্দ্রিকতা: নব্যবঙ্গীয়দের আন্দোলন মূলত শহরকেন্দ্রিক ও শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ হওয়ায় তা ব্যর্থ হয়।
গঠনমূলক কর্মসূচির অভাব : নব্যবঙ্গীয়রা কোনো বিকল্প সমাজব্যবস্থার কথা প্রচার করেননি এবং এঁদের কোনো গঠনমূলক কর্মসূচিও ছিল না।
Post a Comment
Please Do Not Enter Any Span Link in The Comment Box