কোম্পানির শাসনকালে বিচারে সমতা আনার জন্য ওয়ারেন হেস্টিংস কী ভূমিকা নিয়েছিলেন ?
উত্তরঃ কোম্পানির শাসনকালে বিচারে সমতা আনার জন্য ওয়ারেন হেস্টিংস একটি দেওয়ানি ও একটি ফৌজদারি আদালত তৈরি করেন। পাশাপাশি তিনি দেওয়ানিগুলিতে প্রধান বিচারক হিসেবে ইউরোপীয়দের নিয়োগ করলেও ফৌজদারিগুলিতে একজন করে দেশীয় কাজি ও মুফতি নিয়োগ করেন। তিনি সমস্ত দেওয়ানি আদালতগুলিকে একই নিয়মের অধীনে আনার চেষ্টা চালান ৷
About the Author
This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.