তপন এতদিন ভেবে এসেছে লেখকরা বুঝি অন্য জগতের মানুষ। মানুষদের সঙ্গে তাদের কোনো মিলই নেই। তাই যখন সে শুনল যে তার ছোটো মেসোমশাই বই লেখেন, আর সেই বই মার্বেল প্রেক্ষিত ছাপাও হয় তখন তার বিস্ময়ের সীমা রইল না। নতুন মেসোমশাই একজন সত্যিকারের লেখক। এই আশ্চর্য গোল গোল হয়ে গেল।
খবরটা শুনেই তপনের চোখ মার্বেলের মতো চোখ হয়ে গেল .