কোন্ কোন্ অঞ্চল মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল ?
উত্তরঃ দক্ষিণ ভারতের বিরাট অংশ মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। এখনকার তামিলনাড়ু, উত্তর কেরালার মালাবার অঞ্চল ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু অঞ্চল ও কর্ণাটক মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। এই প্রেসিডেন্সির গ্রীষ্মকালে প্রশাসনিক কেন্দ্র ছিল ওটাকামুন্দ ও শীতকালে প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ ।
About the Author
This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.