Ans - কোনাে বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, তাকে ওই বস্তুর ভর বলে। S.I. পদ্ধতিতে ভরের একক হল কিলােগ্রাম। প্যারিস শহরে রাখা প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি নিরেট চোঙের ভরকে এক কিলােগ্রাম বলে।
CGS পদ্ধতিতে ভরের একক গ্রাম। 1 কিলােগ্রামের 1000 ভাগের 1 ভাগকে এক গ্রাম বলে।