1) ভারতবর্ষে কাদের বলা হয় তপশিলি উপজাতি’?
উঃ তপশিলি উপজাতি বলতে দেশের নির্দিষ্ট কয়েকটি সম্প্রদায়কে বােঝানাে হয়, যাদের অবস্থান কতগুলি বৈশিষ্ট্যের ভিত্তিতে স্থির করা হয় এবং এই বিষয়গুলি জাতীয় আইনবিধিতে লিপিবদ্ধ রয়েছে।
2) সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা-সংক্রান্ত সমানাধিকার ভারতীয় সংবিধানের কত নং ধারায় স্থান পেয়েছে?
উঃ ভারতীয় সংবিধানের 29(2) নং ধারায় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা-বিষয়ক সমানাধিকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
3) কেন্দ্রীয় তালিকায় সংবিধানের কোন ধারাগুলি রয়েছে?
উঃ কেন্দ্রীয় তালিকায় সংবিধানের 62, 63, 64, 65, 66 নং ধারা রয়েছে।
4) 13 নং ধারায় শিক্ষা সম্পর্কে কী উল্লেখ করা হয়েছে?
উঃ বিদেশের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির সংযােগের কথা বলা হয়েছে।
5) সংবিধানের 15 নং ধারায় কী বলা হয়েছে? উঃ সংবিধানের 15 নং ধারায় উল্লেখ করা হয়েছে কোনাে নাগরিককে লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের শিকার করা যাবে না।।
6) মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
উঃ মাধ্যমিক শিক্ষা কমিশন গড়ে ওঠে 1952-53 খ্রিস্টাব্দে।
7) কোঠারি কমিশন কবে গঠিত হয়?
উঃ কোঠারি কমিশন গঠিত হয় 1964-66 খ্রিস্টাব্দে।
8) OBC-এর পুরাে কথাটি উল্লেখ করাে।
উঃ OBC-এর পুরাে কথাটি হলাে Other Backward Classes।
9) সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকারের বিষয়টি সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে ?
উঃ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকার বিষয়ে সংবিধানের 30 নং ধারায় উল্লেখ করা হয়েছে।
10) সামাজিক সাম্য কাকে বলে?
উঃ সামাজিক সাম্য বলতে বােঝায় জাত-পাত, ধর্ম-বর্ণ-শ্রেণি ভেদে একটি সমাজে বসবাসকারী সকল মানুষ সমান সুযােগসুবিধা ভােগ করবে।
11) শিক্ষায় সম সুযােগ কাকে বলে?
উঃ শিক্ষায় সম সুযােগ বলতে সরকার পরিচালিত বা সরকারি অনুদানে পরিচালিত কোনাে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জাতি-ধর্ম-সম্প্রদায়, ভাষা ভেদে বা কোনাে একটি কারণে কোনাে ভারতীয় নাগরিককে শিক্ষার সুযােগ থেকে বঞ্চিত না করা বােঝায়।
12) যুগ্ম তালিকাভুক্ত যে কোনাে একটি বিষয় উল্লেখ করাে।
উঃ যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয় শ্রমিকদের পেশাগত এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা।
13) সংবিধানে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা সম্পর্কে কী উল্লেখ করা হয়েছে?
উঃ সংবিধানের 239 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে পার্লামেন্ট প্রণীত বিধিবদ্ধ আইন ছাড়াও দেশের রাষ্ট্রপতি প্রশাসক নিয়ােগের মাধ্যমে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।