একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রকল্প সমূহ

একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রকল্প সমূহ

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বর্তমান নির্দেশিকা অনুসারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে প্রতিটি বিষয়ের জন্য প্রকল্প রচনা আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। প্রকল্পের জন্য বরাদ্দ নাম্বার কুড়ি (২০)। বর্তমানে সমস্ত সহায়িকা বইয়ে কয়েকটি নমুনা প্রকল্প করে দেওয়া থাকে। বাজারে প্রকল্প রূপায়নের পুস্তিকাও কিনতে পাওয়া যায়। অনেক বিদ্যালয়েই আবার প্রকল্প রচনার নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া থাকে, তাই একটি প্রকল্প সব বিদ্যালয়ে নাও চলতে পারে। ছাত্রছাত্রীদের অনুরোধে সবরকম প্রকল্পের একটি করে নমুনা দেওয়া হবে। 

যাইহোক, একনজরে দেখে নেওয়া যাক কোন শ্রেণীতে কী কী বিষয়ের প্রকল্প রয়েছে।

একাদশ শ্রেণীর বাংলা প্রকল্প 

  1. সটীক অনুবাদ  
  2. সাক্ষাৎকার গ্রহণ  
  3. প্রতিবেদন রচনা  
  4. স্বরচিত গল্পলিখন

দ্বাদশ শ্রেণীর বাংলা প্রকল্প 

  1. সমীক্ষা পত্র  
  2. গল্পের নাট্যরূপ  
  3. গল্পের চিত্রনাট্য  
  4. গ্রন্থ সমালোচনা  
  5. নির্বাচিত সাহিত্যিকের সাহিত্যশৈলী বিচার  
  6. নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য-সংস্কৃতির বিকাশ  
  7. নির্বাচিত সাহিত্য-সৃষ্ট চরিত্রের জীবনীনির্মাণ  
  8. নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান 


Post a Comment

0 Comments