প্রকল্প সম্পাদনের নির্দেশনা - একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রকল্প রুপায়ন

প্রকল্প সম্পাদনের নির্দেশনা  - একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রকল্প রুপায়ন

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক 2013 খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ শ্রেণির সমগ্র পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়ের পাঠ্যসূচীর মধ্যে ব্যাপক পরিবর্তন আনা হয়। এই পরিবর্তনের মধ্য দিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল বিষয় বিশেষ করে কলা বিভাগের (Arts) অন্তর্গত প্রতিটি বিষয়ের পাঠ্যসূচীর মধ্যে 20 নম্বরের প্রকল্প প্রণয়নের কাজ সংযোজিত করা হয়েছে। শিক্ষাবিজ্ঞান কলা বিভাগ (Arts) এর অন্তর্গত একটি বিষয়। এই বিষয়েও অন্যান্য বিষয়ের ন্যায় 20 নম্বরের প্রকল্প (Project Work) সংযোজিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রবর্তিত শিক্ষাবিজ্ঞান বিষয়ের পাঠ্যসূচী অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে অন্তিম মূল্যায়নের জন্য 80 নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি 20 নম্বরের একটি প্রকল্প (Project Work) প্রণয়নের কাজ করতে হবে। এই কাজটি করতে গিয়ে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য গ্রহণ করতে পারবে।

প্রকল্প রুপায়নের পূর্বে শিক্ষার্থীদের জানতে হবে ----

  1. প্রকল্প কাকে বলে ?
  2. প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কী কী ?
  3. প্রকল্প কত প্রকারের হয় ?
  4. প্রকল্পমূলক কাজের উদ্দেশ্যগুলি কী কী ?
  5. প্রকল্পমূলক কাজের উপকারিতা কী ?
  6. প্রকল্প প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কত হবে ?
  7. প্রকল্প প্রতিবেদনের কাঠামো কেমন হবে ?
  8. প্রকল্প প্রতিবেদন লেখার নিয়মাবলী কেমন হবে ?
  9. প্রকল্প প্রতিবেদনের সামনের পাতায় কী লিখতে হবে ?

নিম্নলিখিত ভাবে উপরের বিষয়গুলি আলোচনা করা হল ----

(১) প্রকল্প কাকে বলে ?

উঃ- কোন বিশেষ উদ্দেশ্যে সুপরিকল্পিত মূল্যায়নের মাধ্যমে যে কাজ সম্পাদন করা হয় তাকে প্রকল্প বলে। এ প্রসঙ্গে —

(i) “Stevenson” বলেছেন ---

A project is a problematic act carried to completion in its natural setting. 

অর্থাৎ, যে সমস্যামূলক কাজ তার স্বাভাবিক পরিবেশে সম্পন্ন করা হয়, তাই হল প্রকল্প।

(ii) “H.W.Kilpatrick” এর মতে –- 

A whole-hearted purposeful activity proceeding in a social environment. 

অর্থাৎ, প্রকল্প হল কোন উদ্দেশ্যমূলক কাজ, যা একটি সমাজের অনুকূল পরিবেশে আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হয়। 

(২) প্রকল্পের বৈশিষ্ট্যগুলি কী কী ?

উঃ- প্রকল্পের বৈশিষ্ট্যগুলি হল –

1) সমস্যাকেন্দ্রিক - প্রকল্প হয় সমস্যাকেন্দ্রিক। অর্থাৎ, কোন না কোন সমস্যাকে কেন্দ্র করে প্রকল্প নির্ধারিত হয়ে থাকে।

2) উদ্দেশ্য ভিত্তিক - কোন বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে প্রকল্পের কাজ সম্পাদিত হয়ে থাকে।

3) অভিনবত্ব - প্রকল্পমূলক কাজ সম্পাদন করতে গিয়ে শিক্ষার্থীদের কাজের মধ্যে অভিনবত্ব দেখা যায়।

4) সৃজনশীলতা - প্রকল্পমূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রকাশ ঘটতে দেখা যায়।

5) অনুসন্ধানমূলক কাজ - প্রকল্প রুপায়ন করতে গিয়ে শিক্ষার্থীরা নানা রকমের অনুসন্ধানমূলক কাজের মধ্য দিয়ে শেখে।

6) বাস্তবতাকেন্দ্রিক - প্রকল্প ভিত্তিক কাজ সর্বদা কোন না কোন বাস্তব সমস্যাকে কেন্দ্র করে হয়ে থাকে।

7) সামাজিক গুণাবলির বিকাশ - প্রকল্পমূলক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, সমবেদনা, একে অপরের উপর নির্ভরশীলতা ইত্যাদি সামাজিক গুণাবলি গুলি বিকশিত হওয়ার সুযোগ গড়ে ওঠে।

(৩) প্রকল্প কত প্রকারের হয় ?

উঃ- প্রকল্প সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। যথা- 

  1. একক প্রকল্প, 
  2. দলগত প্রকল্প। 

(৪) প্রকল্পমূলক কাজের উদ্দেশ্যগুলি কী কী ?

উঃ- প্রকল্পমূলক কাজের উদ্দেশ্যগুলি হল

  1. প্রতিটি শিক্ষার্থীকে উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত করা। 
  2. ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ করা এবং তাদের মধ্যে দলবদ্ধতার মানসিকতার বিকাশ সাধন করা। 
  3. ছাত্র-ছাত্রীদের মধ্যে সহযোগিতা বোধ জাগিয়ে তোলা। 
  4. ছাত্র-ছাত্রীদের হাতে কলমে কাজ করতে শেখানো।
  5. ছাত্র-ছাত্রীদের সৃজনশীল প্রতিভার বিকাশে সাহায্য করা। 

(৫) প্রকল্পমূলক কাজের উপকারিতা কী ?

উঃ- প্রকল্প রুপায়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরী হবে। প্রকল্প রুপায়ন করতে গিয়ে শিক্ষার্থীরা পড়ার বই-এর বাইরের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করতে পারবে। 

(৬) প্রকল্প প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা কত হবে ?

উঃ- পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকল্প প্রতিবেদন লেখার ক্ষেত্রে কমপক্ষে কতগুলি পৃষ্ঠা ব্যবহার করতে হবে সে বিষয়ে কোথাও কিছু বলেননি। তবুও বলা যায় যে একটি আদর্শ প্রতিবেদন লেখার ক্ষেত্রে কমপক্ষে ১০-১৫ টি পৃষ্ঠা ব্যবহার করতে হবে। 

(৭) প্রকল্প প্রতিবেদনের কাঠামো কেমন হবে ?

উঃ- প্রকল্প প্রতিবেদনের কাঠামোটি হবে নিম্নরূপ

অধ্যায়

আলোচ্য বিষয়

প্রথম অধ্যায়

১.১. ভূমিকা

১.২. প্রকল্পের বিষয়

১.৩. প্রকল্পের উদ্দেশ্য

১.৪. প্রকল্প রুপায়নের পরিকল্পনা

দ্বিতীয় অধ্যায়

২.১. তথ্য সংগ্রহ

২.২. তথ্য বিশ্লেষণ

২.৩. সিদ্ধান্ত গ্রহণ

তৃতীয় অধ্যায়

৩.১. সীমাবদ্ধতা বা ত্রুটি

৩.২. সহায়ক গ্রন্থপঞ্জী

(৮) প্রকল্প প্রতিবেদন লেখার নিয়মাবলী কেমন হবে ?

উঃ- প্রকল্প প্রতিবেদন লেখার নিয়মগুলি হল –

  1. A4 মাপের সাদা কাগজে নিজের হাতে প্রতিবেদন লিখতে হবে।
  2. প্রতি পাতায় উপরে ও বামদিকে 30-32 mm এবং নিচে ও ডানদিকে 18-20 mm মার্জিন দিতে হবে। 

(৯) প্রকল্প প্রতিবেদনের সামনের পাতায় কী লিখতে হবে ?

উঃ- প্রকল্প প্রতিবেদনের সামনের পাতায় যা লিখতে হবে –

  1. উপরের অংশে বড় হরফে প্রকল্পের শিরোনাম লিখতে হবে।
  2. মাঝের অংশে ছাত্র বা ছাত্রীর নাম, শ্রেণি, বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ইত্যাদি দিতে হবে।
  3. নিচের অংশে বিদ্যালয়ের নাম এবং প্রতিবেদন উপস্থাপনের বর্ষ দিতে হবে।

 

 


Post a Comment

0 Comments