উত্তর: মাধ্যমিক স্তরের পাঠক্রমের বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশে ত্রি-ভাষা সূত্র উল্লেখ করা হয়। এটি হলাে –
1) মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। রাষ্ট্রভাষা (হিন্দি) বা সহকারী ভাষা (ইংরেজি)।
2) একটি আধুনিক ভারতীয় ভাষা বা বিদেশি ভাষা যা পাঠক্রম-এর অন্তর্ভুক্ত নয়। এই তিনটি ভাষা আবশ্যিক।