সূর্যাস্ত আইনের পরিণতি কী হয়েছিল ?
উত্তরঃ সূর্যাস্ত আইনের ফলে সমাজ ও অর্থনীতিতে যে পরিবর্তনগুলি দেখা গিয়েছিল, সেগুলি হল—
বনেদি জমিদারি ব্যবস্থার অবলুপ্তি: সূর্যাস্ত আইন প্রয়োগের ফলে বহু বনেদি জমিদার তাঁদের জমিদারি হারান।
নতুন জমিদারশ্রেণির উত্থান: ব্যাবসাদার, জমিদারের আমলা, কর্মচারী, সুদের কারবারি এবং অন্যান্যরা সূর্যাস্ত আইনের ফলে হাতছাড়া জমিদারিগুলি নিলামে কিনে নিতে শুরু করেন। ফলে এক নতুন জমিদারশ্রেণির উত্থান ঘটে।
Post a Comment
Please Do Not Enter Any Span Link in The Comment Box