উত্তরঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী উইলিয়ম পিট ভারত শাসন আইন তৈরি করেন (১৭৮৪ খ্রি.)।
বৈশিষ্ট্য: এই আইনের মাধ্যমে ― (i) -(i) ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল। (ii) একটি বোর্ড অব কন্ট্রোল তৈরি করে সেটিকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার সকল দায়িত্ব দেওয়া হয় ৷ (iii) কোম্পানির প্রশাসনিক প্রধান হিসেবে গভর্নর-জেনারেল পদটিকে স্বীকৃতি দেওয়া হয়