উঃ ১৭৯৩ খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য লর্ড কর্নওয়ালিস পুলিশ থানা ব্যবস্থা চালু করেন । প্রতিটি থানার দায়িত্বে ছিলেন একজন দারোগা । দারোগাদের নিয়ন্ত্রণ করতেন ম্যাজিস্ট্রেটরা । স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগাই ছিলেন কোম্পানি । শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক । কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলায় সাধারণ মানুষের উপর জমিদার ও দারোগার যৌথ পীড়ন চলত । ১৮১২ খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগ্য ব্যবস্থার বিলোপ করা হয় , তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় একজন কালেক্টরকে । ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা । সেই উদ্দেশ্যেই পুলিশ ব্যবস্থার নানারকম সংস্কার করা হতে থাকে । শেষ পর্যন্ত ১৮৪৩ খ্রিস্টাব্দে সিন্ধুপ্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয় । ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয় এবং ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও তার প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা ।
কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থার বিবরণ দাও ।
About the Author
This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.