কোম্পানির সিপাহিবাহিনী বলতে কী বোঝ ?
উত্তরঃ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সেনানিয়োগ পদ্ধতি অনুসরণে স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নেয়। উত্তর ভারতের কৃষকদের কোম্পানির সেনাবাহিনীতে নিয়োগ করা হত। এমনকি তাদের সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হত। সেনা নিয়োগের ক্ষেত্রে কোম্পানি পূর্ব প্রচলিত জাতভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেনি। এইসব প্রথা মেনেই গড়ে ওঠে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহিবাহিনী।
Post a Comment
Please Do Not Enter Any Span Link in The Comment Box