উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বাংলার নবাব মিরজাফরের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত ২৪ টি পরগনার জমিদারি পায় । সে সময় রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোক করার জন্য একদল জরিণবিদের খোঁজ করতে থাকেন । ১৭৬০ খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন ২৪ পরগনার জমি জরিপের কাজ শুরু করেন । কিন্তু কাজ শেষ হবার আগেই ফ্র্যাঙ্কল্যান্ড মারা যান এবং তাঁর অসমাপ্ত কাজ শেষ করে হগ্ ক্যামেরন । ১৭৬৪ খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের পর বাংলায় জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি আরও তৎপর হয়ে ওঠে । ১৭৬৭ খ্রিস্টাব্দে জেমস রেনেলকে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করে । তিনি বাংলার নদীপথগুলি জরিপ করে মোট ১৬ টি মানচিত্র তৈরি করেন । ১৭৮৬ খ্রিস্টাব্দ থেকে বোর্ড অভ রেভেনিউ রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করতে থাকে ।
ভারতে ঔপনিবেশিক শাসনে জমি - জরিপ করে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটি আলোচনা করো ।
About the Author
This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.