একাদশ শ্ৰেণী
প্রথম সেমিস্টার- ২০২৪
এডুকেশন
( নমুনা প্রশ্নপত্র )
পূর্ণমান- ৪০ সময়-১ ঘণ্টা ১৫মিনিট
সঠিক উত্তরটি নির্বাচন কর। 1×40=40
1. আধুনিক শিক্ষা ব্যবস্থা হল— (ক)
বিদ্যালয়কেন্দ্রিক (খ) পাঠক্রমকেন্দ্রিক (গে) ব্যাক্তিকেন্দ্রিক (ঘ) শিশুকেন্দ্রিক।
2. আধুনিক শিশুশিক্ষার জনক হলেন
____________________।
(ক) রুশো (খ) ডিউই (গ) স্পেন্সার (ঘ) পেস্তালৎসি
3. UNESCO -র কতগুলি জাতীয় কমিশন রয়েছে—
(ক) ২০০ টি (খ) ১৯৯টি (গ) ১৯৮টি (ঘ) ১৯৭ টি
4. প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল –
(ক) মোক্ষলাভ (খ) প্রার্থিব জীবন (গ) সামাজিক জীবনের উন্নয়ন
(ঘ) রাষ্ট্রের উন্নয়ন
5. কোন দার্শনিক সর্বপ্রথম ‘সমাজবিদ্যা' শব্দটি ব্যবহার করেন
?
(ক) চার্লস ডারউইন (খ) এমিল ডুৰ্কহেইম (গ) অগাস্ত কোঁত (ঘ)
জন ডিউই
6. শিল্পকলা, সাহিত্য, ভাষা, নাটক প্রভৃতির মাধ্যমে সংস্কৃতির
কোন উপাদান প্রকাশিত হয় ?
(ক) বাস্তব উপাদান (খ) মানসিক উপাদান (গ) বাস্তব ও অবস্তুগত
উপাদান (ঘ) কোনোটিই নয়।
7. ভারতীয় দর্শনের জনক কাকে বলে ?
(ক) শংকরাচার্য (খ) মাধবাচার্য (গ) গৌতমাচাৰ্য (ঘ) কপিল মুনি
৪. ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত
হয়—
(ক) ১৯৮২ খ্রিস্টাব্দে (খ) ১৯৮৫ খ্রিস্টাব্দে (গ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দে
9. ‘প্রজ্ঞা' শব্দের অর্থ কী ? (ক) জ্ঞান (খ) সদাচারণ (গ)
ধ্যান (ঘ) সমাধি
10. যে-কোনো শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তোলার জন্য প্রয়োজন
হয়—
(ক) পাঠক্রমের (খ) বিদ্যালয়ের (গ) যোগ্য শিক্ষকের (ঘ) প্রশাসনের
11. পাঠক্রম রচনার একটি উপাদান হল –
(ক) শিক্ষকের মানসিক ক্ষমতা (খ) শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য
(গ) অর্থনৈতিক অবস্থা (ঘ) পারিবারিক অবস্থা
12. ‘বিশ্বতত্ব’ কোন
দর্শন শাখার অন্তর্ভুক্ত ?
(ক) জ্ঞানতত্ব (খ) মূল্যবিদ্যা (গ) অধিবিদ্যা (ঘ) মনোদর্শন
13. 'সংগতিবিধান' কথাটির অর্থ হল –
(ক) পরিনমন (খ) অভিযোজন (গ) আচরণ পরিবর্তন (ঘ) নিয়ন্ত্রণ
14. সামাজিক সচলতায় প্রভাব বিস্তারকারী উপাদান হলো—
(ক) শিক্ষা (খ) অর্থনৈতিক সাফল্য (গ) উচ্চাকাঙ্ক্ষা (ঘ) সব
ক-টি
15. বসুন্ধরা বৈঠক অনুষ্ঠিত হয়—
(ক) ব্রাজিলে (খ) ইউরোপে (গ) ভারতে (ঘ) ইটালিতে
16. যে শিক্ষাব্যবস্থায় ছাত্র-ছাত্রীকে নিয়মিত উপস্থিত
থাকতে হয় তা হল—
(ক) নিয়ন্ত্রিত শিক্ষা (খ) অনিয়ন্ত্রিত শিক্ষা (গ) বৈদিক
শিক্ষা (ঘ) দূরাগত শিক্ষা
17. অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হল—
(ক) বিদ্যালয় (খ) পরিবার (গ) মুক্ত শিক্ষা (ঘ) দূরশিক্ষা
18. লোকাচার হলো একটি আচার-আচরণ পদ্ধতি । ----
(ক) বিধিবদ্ধ (খ) অবিধিবদ্ধ (গ) অনুকরণহীন (ঘ) কৃত্রিম
19. ভারতের প্রথম কোথায় দূরশিক্ষা পঠন-পাঠন চালু হয়—
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়ে (খ) দিল্লি বিশ্ববিদ্যালয়ে
(গ) মাদ্রাজ বিশ্ববিদ্যালয় (ঘ ) সবগুলি ভুল
20. “শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়”
বলেছেন—
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) স্বামী দয়ানন্দ (ঘ) মহাত্মা গান্ধি
21. ‘পরিবার হলেও মানবসমাজের প্রাচীনতম শিক্ষালয়' উক্তিটি
কোন্ শিক্ষাবিদদের –
(ক) ফ্রয়েবেল (খ) পেস্তালৎসি (গ) ব্যালার্ড (ঘ) বোগারডাস
22. একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য নিচের কোন শিক্ষার
লক্ষ্যটি প্রয়োজন—
(ক) ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য (খ) সমাজতান্ত্রিক লক্ষ (গ)
ব্যক্তি ও সমাজতান্ত্রিক লক্ষ্য
(ঘ)কোনোটিই নয়
23. ________ হল পরোক্ষ শিক্ষার একটি অন্যতম সংস্থা—
(ক) বিদ্যালয় (খ) গ্রন্থাগার (গ) গণমাধ্যম (ঘ) ধর্মীয় প্রতিষ্ঠান
24. “সামাজিক সংগঠন গুলির নীতি ও মূল্যবোধকে ভিত্তি করে নির্দিষ্ট
উদ্দেশ্য পূরণের
জন্য প্রতিষ্ঠিত।” -এটি কার অভিমত ?
(ক) জিনসবার্গ (খ) এমিল ডুরখেইম (গ) ফাৰ্থ (ঘ) সামারার
25. শিক্ষাসংক্রান্ত বিভিন্ন ধরনের জার্নাল প্রকাশ করে শিক্ষার
কোন সংস্থা—
(ক) NCERT (খ) NCTE (গ) UGC (ঘ) DIET
26. UGC -এর মোট সদস্য সংখ্যা কত—
(ক) দশজন (খ) আটজন (গ) নয়জন (ঘ) সাত জন
27. সত্য-শিব ও সুন্দরের ধারণা নিয়ে আলোচনা করে দর্শনের
কোন শাখা?
(ক) অধিবিদ্যা (খ) মূল্যবিদ্যা (গ) জ্ঞানবিদ্যা (ঘ) বিশ্ব
তত্ত্ব
28. ‘দর্শন ও শিক্ষা হল একই মুদ্রার দুই দিকমাত্র' । কে বলেছেন?
(ক) প্লেটো (খ) রস (গ) জেনটাইল (ঘ) রুশো
29. জন ডিউই -এর মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল—
(ক) দৈহিক বিকাশ (খ) প্রাক্ষোভিক বিকাশ (গ) নৈতিক বিকাশ
(ঘ) সামাজিক বিকাশ
30. ‘বেদান্ত' কথাটির অর্থ হল----(ক) জ্ঞানের আকার (খ) ভিত্তি
(গ) ব্রহ্মা ( ঘ ) অন্তভাগ
31. কোন দর্শনকে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন বলা হয়—
(ক) প্রয়োগবাদী দর্শনকে (খ) প্রকৃতিবাদী দর্শনকে (গ) বাস্তববাদী
দর্শনকে (ঘ) অস্তিত্ববাদী দর্শনকে
32. ‘সকল জ্ঞান আছে অভিজ্ঞতার মধ্য দিয়ে কোন দর্শনে বলা
হয়েছে ?
(ক) প্রয়োগবাদ (খ) বাস্তববাদ (গ) প্রকৃতিবাদ (ঘ) ভাববাদ
33. বস্তুগত ভাববাদের মূল কথা, ----- (ক) আত্মাই প্রকৃত সত্য
(খ) ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান (গ) বিস্ময়ই একমাত্র সত্য (ঘ) মনের অস্তিত্ব
34. ‘সরল জীবনযাপন এবং উন্নত চিন্তা' ভাববাদী শিক্ষার এই
লক্ষ্যের সঙ্গে কোন শিক্ষাবিদের জীবন দর্শনের সম্পর্ক রয়েছে ? - (ক) বিবেকানন্দ (খ)
গান্ধীজী (গ) রবীন্দ্রনাথ (ঘ) বিদ্যাসাগর
35. সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়—
(ক)পরিবারকে (খ) বিদ্যালয়কে (গ) ক্লাবকে
(ঘ) সংবাদপত্রকে
36. সংস্কৃতি হল একটি প্রক্রিয়া । (ক) অর্জিত (খ) জন্মগত
(গ) জন্মগত ও অর্জিত (ঘ)
কোনোটিই নয়
37. 'শিক্ষা হলো সামাজিক বিষয়' –এটি কে বলেছেন ? (ক) জন
ডিউই (খ) হেনরি সুয়াল্লো
(গ) এমিল ডুর্কহেইম (ঘ) কার্ল মানহেইম
38. শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কার্য হল – (ক) শিক্ষার অবস্থান
নির্ণয় (খ) সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা (গ) সমাজের মধ্যে শিক্ষার অবস্থান
নির্ণয় করা (ঘ) ব্যাক্তিকে সামাজিক করে তোলা ।
39. কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলি
রয়েছে? – (ক) প্রাথমিক গোষ্ঠীর (খ) প্রান্তীয়
গোষ্ঠীর (গ) গৌণ গোষ্ঠীর (ঘ) অনৈচ্ছিক গোষ্ঠীর
40. শিক্ষা হল সামাজিক
পরিবর্তনের – (ক) আচার-আচরণ (খ) গতি (গ) চালিকাশক্তি (ঘ) জীবনধারা
* উত্তরের জন্য নিচে কমেন্ট করো