উঃ বর্তমানে শিক্ষাগ্রহণের অধিকার একটি মৌলিক অধিকার। যে কোনাে গণতান্ত্রিক রাষ্ট্রে, নাগরিকদের জন্য শিক্ষার সুযােগ সৃষ্টির উপর জোর দেওয়া হয়। শিক্ষায় সম সুযােগ বা সার্বিক সমতা প্রদান বলতে বােঝায়—সরকারি খরচে জাতি-ধর্ম-সম্প্রদায় -ধনী - দরিদ্র নির্বিশেষে সব শিশুর জন্য সর্বোত্তম শিক্ষার ব্যবস্থা করা হবে। শিক্ষাগ্রহণে সকলকে সমান অধিকার দিতে হবে।
■ শিক্ষায় সম সুযােগ কার্যকরী করতে
করণীয় পদক্ষেপ :
1) শিক্ষাকে জাতীয়করণ করার সরকারি উদ্যোগ নিতে হবে।
2) গ্রাম / শহরে শিক্ষা পরিকাঠামােয় অসাম্য কমিয়ে আনতে হবে।
3) মেধার ভিত্তিতে স্কুলে ভর্তির পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নত করতে হবে।
4) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দিকে বিশেষ নজরদান।
5) শিক্ষা ক্ষেত্রে মেয়েদের সমান সুযােগসুবিধার বন্দোবস্ত করা।
6) সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রসারে ব্যবস্থা গ্রহণ।
7) বিভিন্ন রাজ্যে শিক্ষায় সুযােগসুবিধার যে বৈষম্য তার সমাধানে প্রয়ােজনীয় পদক্ষেপ।
0 Comments
Please Do Not Enter Any Span Link in The Comment Box