নারীশিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ নিম্নরূপ :
1) নারীশিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান ও নারী-পুরুষের শিক্ষাগত পার্থক্য যথাসম্ভব
কমাতে হবে।
2) সঠিক পরিকল্পনা গ্রহণ ও অগ্রাধিকার ভিত্তিতে নারীশিক্ষার জন্য অর্থ বরাদ্দ করা।
3) মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি দান ও হােস্টেল নির্মাণ করতে হবে।
4) পৃথক মহিলা কলেজ স্থাপন করতে হবে।
5) নারীশিক্ষা সংক্রান্ত গবেষণার জন্য গবেষণাকেন্দ্র স্থাপন করতে হবে।
6) শিক্ষিত মহিলাদের জন্য উপযুক্ত চাকরির ব্যবস্থা করা।
7) নারীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
8) মহিলাদের জন্য আংশিক সময়ের চাকরির সুযােগ বৃদ্ধি করা।