1) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লিখিত ত্রিভাষা নীতি উল্লেখ করাে?
উঃ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লিখিত ত্রিভাষা নীতি হলাে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দিভাষা এবং ইংরেজি। 2) DPI -এর পুরাে কথাটি কী?
উঃ DPI -এর পুরাে অর্থ – Director of Public Instruction.
3) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন?
উঃ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ড. নির্মলকুমার সিদ্ধান্ত।
4) UGC-এর পুরাে কথাটি লেখাে।
উঃ UGC-এর সম্পূর্ণ রূপ হলাে University Grants Commission.
5) NCRHE -এর পুরাে নাম লেখাে।
উঃ NCRHE -এর পুরাে নাম – National Council of Rural Higher Education.
6) বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠের সুপারিশ করেছিল কোন কমিশন ?
উঃ প্রথম বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠের সুপারিশ করেছিল রাধাকৃষ্ণন কমিশন
7) গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে কোন কমিশন ?
উঃ গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল রাধাকৃষ্ণন কমিশন।
8) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লিখিত দুটি পেশাগত শিক্ষার নাম লেখাে৷
উঃ দু’টি পেশাগত শিক্ষা – আইন এবং চিকিৎসাশাস্ত্র।
9) শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান?
উঃ শ্রীনিকেতন এক ধরনের Rural Institute.
10) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দু’জন সদস্যের নাম উল্লেখ করাে।
উঃ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দু’জন সদস্য ড. তারাচাঁদ এবং ড. জাকির হােসেন
11) রাধাকৃষ্ণন কমিশনের অন্য নাম কী ?
উঃ রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন’ নামে পরিচিত।
12) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী ?
উঃ স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
13) গণতন্ত্রের মূল নীতিগুলি উল্লেখ করাে?
উঃ গণতন্ত্রের মূল নীতি হলাে ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব।