উত্তরঃ আমার মতে চিরস্থায়ী বন্দোবস্তের দুটি গুরুত্বপূর্ণ কুফল ছিল—
■ কৃষকদের ক্ষতি: এই ব্যবস্থায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এবং জমিদারদের কৃপার পাত্রে পরিণত হয়। এসময় জমি থেকে কৃষকদের উচ্ছেদ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা ।
■ জমির নিলাম: জমিদার নির্দিষ্ট দিনে সরকারকে রাজস্ব জমা না দিলে ‘সূর্যাস্ত আইন'-এ জমি বাজেয়াপ্ত করে তা নিলাম করা হত। এর ফলে বহু বনেদি জমিদার তাঁদের জমিদারি হারান।